ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোহনগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ২০

প্রকাশিত: ০৪:২৮, ১৯ জানুয়ারি ২০১৬

মোহনগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৮ জানুয়ারি ॥ সোমবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে তিন পৌর কাউন্সিলরসহ ২০ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত সাতজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের ৬৫ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে মোহনগঞ্জ রেলস্টেশনে ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি দাঁড়ানো অবস্থায় যাত্রী ওঠার সময় পৌর শহরের নওহাল গ্রামের রকি ও উপজেলার বিরামপুর গ্রামের পিয়াসের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ওই দিন বিকেলে দুই গ্রামবাসীর মধ্যে পৌর শহরের বাসট্যান্ড এলাকায় কয়েক দফায় সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রাঘাতে নবনির্বাচিত পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, সাবেক পৌর কাউন্সিলর হিরা মিয়া, আব্দুল হান্নান, গ্রামবাসী সাইদুল হক, হৃদয় মিয়া, হারুন অর রশিদ, রকি মিয়া, জহিরুল ইসলাম রিপন ও ইদ্রিস মিয়াসহ ২০ জন আহত হয়। রাঙ্গামাটিতে পাঁচ জেএমবির সাজা ॥ খালাস এক সিরিজ বোমা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৮ জানুয়ারি ॥ ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় রাঙ্গামাটিতে সংঘটিত ঘটনায় আটক জেএমবির ৬ সদস্যের পাঁচজনকে ১০ বছর মেয়াদে সাজা দেয়া হয়েছে। সোমবার রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হকের আদালতে এ রায় প্রদান করা হয়। আসামিদের মধ্যে পাঁচজনকে ১০ বছর করে সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। একজনকে খালাস দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- উবায়দুর রহমান প্রকাশ খায়ের, আরিফুল ইসলাম, আয়ুব আলী, আবদুল হাফিজ ও জাবেদ ইকবাল। খালাসপ্রাপ্ত আসামির নাম মোঃ রুহুল আমিন। আদালতে আসামিদের কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে আনা হয়। ঠাকুরগাঁওয়ে পোশাক কর্মীর শ্লীলতাহানির চেষ্টা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ জানুয়ারি ॥ প্রকাশ্য দিবালোকে পোশাক কর্মীর শ্লীলতাহানির চেষ্টা ও তার নগদ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সোমবার সকালে পুলিশ ১ জনকে আটক করলেও তার নাম ঠিকানা প্রকাশ করছে না। ছোট মেয়ে রূপালী (১৫) অসুস্থ দাদিকে দেখার জন্য সোমবার সকাল ৭টায় ঢাকা থেকে এসে ঠাকুরগাঁও শহরে জনতা ব্যাংকের সামনে নামে। রাস্তা অজানা থাকায় এ সময় রূপালী ইজিবাইকের চালকের কাছে রাতোর গ্রামে যাওয়ার উপায় জানতে চাইলে সে চালক তাকে রাতোরে পৌঁছে দেয়ার চুক্তিতে তুলে নেয়। ইউএপিতে ইংরেজী ভাষা শিক্ষক উন্নয়ন কর্মশালা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ইংরেজী বিভাগ ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স এ্যাসোসিয়েশনের (বেলটা) যৌথ উদ্যোগে শনিবার ভাষা শিক্ষক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। ড. শারমীন খান, ইংরেজী ভাষাতত্ত্ব ও ভাষা উন্নয়ন, স্যান হোজে ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ এ কর্মশালা পরিচালনা করেন। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, উপাচার্য, ইউএপি কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় উন্নয়ন, জ্ঞান এবং অর্জনের ওপর বিশেষ আলোচনা করা হয়। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা অংশগ্রহণকারীরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
×