ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাসিড নিক্ষেপের দায়ে ১৪ বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৪:২৫, ১৯ জানুয়ারি ২০১৬

এ্যাসিড নিক্ষেপের দায়ে ১৪ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সোমবার সিলেট মহানগর দায়রা জজ আদালত দক্ষিণ সুরমার মোগলাবাজারের নুরজাহান কলেজের এক ছাত্রীকে এ্যাসিড নিক্ষেপের ঘটনায় এক যুবককে ১৪ বছরের কারাদ- ও অর্থদ- দিয়েছে। সাজাপ্রাপ্ত যুবক মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের বীরাহাম গ্রামের তবারক আলীর ছেলে লায়েক আহমদ (২৮)। ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে নুরজাহান কলেজের ছাত্রী ও বীরাহাম গ্রামের তৈমুছ আলীর মেয়ে লাকি বেগমকে এ্যাসিড নিক্ষেপ করে আসামি লায়েক আহমদ। কক্সবাজারে ২ শিশুকে অপহরণ, মুক্তিপণ দাবি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুর গর্জনিয়া বড়বিল এলাকা থেকে দুই শিশুছাত্রকে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে। রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। জানা যায়, বড়বিলের মোহাম্মদ ফোরকানের ছেলে ও বাইশারী শাহনূর উদ্দিন দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ শাকিল (১০) ও নারিজবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ কাজল (৮) বাড়ির আঙিনায় খেলা করার সময় অপহরণকারী চক্র কৌশলে তাদের তুলে নিয়ে যায়। শাকিলের বাবা মোহাম্মদ ফোরকান বলেন, মামা আবদুল আলীমকে একটি টেলিটক নম্বর থেকে সন্ত্রাসীরা ছেলেদের মুক্তির জন্য ৪ লাখ টাকা দাবি করেছে। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে। রাজশাহীতে বিটিসিএল কর্মচারীদের কর্মবিরতি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড) রাজশাহী আঞ্চলিক দফতরের মাস্টাররোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি। সোমবার বেলা ১১টার দিকে নগরীর শালবাগান এলাকায় বিটিসিএল আঞ্চলিক অফিসের কার্যালয়ে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী থেকে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত নিয়মিত মাস্টাররোলে কর্মরত কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা করেন। বোনের সম্পত্তি রক্ষা করতে গিয়ে ভাই নিহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিধবা বোনের সম্পত্তি রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের নির্যাতনে নিহত হয়েছেন যতীন্দ্রনাথ হালদার (৫০)। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোমবার সকালে মর্গে প্রেরণ করেছেন। ঘটনাটি ঘটেছে আগৈলঝাড়া উপজেলার রতœপুর গ্রামে। জানা গেছে, উজিরপুর উপজেলার রামেরকাঠী গ্রামের মৃত ছবিন্দ্রনাথ হালদারের পুত্র যতীন্দ্রনাথ হালদার। তার বোন সোনালী হালদারের স্বামী সুবীর বিশ্বাসের মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি রক্ষা করার জন্য আগৈলঝাড়ার রতœপুর গ্রামে বসবাস করে আসছেন। সোনালী হালদার অভিযোগ করেন, দীর্ঘ সাত বছর পূর্বে তার স্বামীর মৃত্যুর পর তাদের সহায় সম্পত্তির ওপর দৃষ্টি পড়ে একই বাড়ির পঙ্কজ বিশ্বাস, সুনীল বিশ্বাস ও মনতোষ বিশ্বাসের। সম্পত্তি রক্ষার জন্য তার ভাই যতীন্দ্রনাথকে বাড়িতে এনে রাখেন। তিনি আরও অভিযোগ করেন, এতে ক্ষিপ্ত হয়ে পঙ্কজ, সুনীল ও মনতোষ বিশ্বাসসহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে শনিবার রাতে তার ভাই যতীন্দ্রনাথকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করে হত্যা করেছে। উজিরপুর থানার ওসি নুরুল ইসলাম পিপিএম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নির্মাণ শ্রমিকদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ জানুয়ারি ॥ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার মানববন্ধন করেছে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। শহরের ডিগ্রী কলেজ মোড়ের প্রধান সড়কের পাশে মানববন্ধন পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাহাবুুব আলম। বক্তব্যে নির্মাণ কলোনি স্থাপন, কর্মপরিবেশ ও পেশাগত নিরাপত্তা প্রদান, প্রত্যেক উপজেলায় শ্রম আদালত স্থাপনের নারী শ্রমিকদের সমমুজরী নিশ্চিতের দাবি জানান। বাল্যবিয়ে বন্ধে কর্মশালা স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ বাল্যবিয়ে বন্ধে এক কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার সংগলশী আলিম মাদ্রাসা মাঠে। কর্মশালায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান। বেসরকারী সংস্থা ল্যাম্ব ও প্ল্যান বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় এলাকার অভিভাবক, শিক্ষক, নিকাহ রেজিস্ট্রাড, মসজিদের ঈমাম ও শিক্ষার্থীসহ প্রায় সহস্র্রাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
×