ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০৪:২৫, ১৯ জানুয়ারি ২০১৬

বাল্যবিয়ে থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ জানুয়ারি ॥ জেলা প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেয়েছে ১৩ বছরের এক কিশোরী। তার নাম সোমা আক্তার। সে নেত্রকোনা পৌর শহরের রাজুরবাজার কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, পৌর এলাকার বাহিরচাপড়া গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে সোমা আক্তারের সোমবার বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে অধ্যক্ষ গোলাম মোস্তফা বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানান। জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের নির্দেশে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম পুলিশ নিয়ে গিয়ে বিয়ে বন্ধ করেন। লঞ্চে তরুণী ধর্ষিত ॥ অস্ত্রসহ চার যুবক আটক নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৮ জানুয়ারি ॥ ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী যাত্রীবাহী লঞ্চে তরুণীকে ধর্ষণের ঘটনায় চার যুবককে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টায় চাঁদপুর নৌ-টার্মিনালের কাছাকাছি এ ঘটনা ঘটে। আটক যুবকরা হচ্ছে- মাদারীপুর জেলার সমিতিরহাট এলাকার সুজন, ঢাকা শ্যামপুরের ইমরান, একই এলাকার সাব্বির হোসেন ও রজব আলী। লঞ্চের মাস্টার মতিউর রহমান জানান, ঢাকা থেকে লঞ্চটি ছেড়ে আসার পর চাঁদপুরের কাছাকাছি তরুণীর চিৎকার শুনে লঞ্চের ৩৩২নং কেবিনে তাদের তালাবদ্ধ করে রাখা হয়। পরে লঞ্চটি চাঁদপুরঘাটে আসার পর নৌ-পুলিশ এসে তরুণী, তার সঙ্গে থাকা যুবক সোহেল ও ধর্ষণকারীদের আটক করে। নৌ-পুলিশ জানায়, ওই তরুণী মাদারীপুরের প্রেমিক সোহেলের সঙ্গে তার বাড়িতে যাচ্ছিল। লঞ্চে ওঠার পর চার যুবক তাদের পিছু নেয়। পরে সোহেলকে মারপিট করে কেবিন থেকে বের করে তারা পালাক্রমে ধর্ষণ করে। যুবকের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ জানুয়ারি ॥ সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের দড়ি তাজপুর গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছামিউল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে রবিবার রাতে মামলা হয়েছে। নির্যাতিত শিশুই বাদী হয়ে সাদুল্যাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। অভিযুক্ত ছামিউল ইসলাম একই এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে।
×