ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পর্যটক ঝুঁকি বাড়ছে

কক্সবাজার সৈকতে স্পিডবোটের বেপরোয়া চলাচল

প্রকাশিত: ০৪:২৩, ১৯ জানুয়ারি ২০১৬

কক্সবাজার সৈকতে স্পিডবোটের বেপরোয়া চলাচল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সমুদ্র সৈকতে সরকারী নির্দেশনা মানছে না কতিপয় অসাধু স্পিডবোট ব্যবসায়ী। সৈকতে স্পিডবোট ভাড়ায় না চালানোর ওপর সরকারের নির্দেশনা থাকলেও কলাতলি পয়েন্টে প্রকাশ্যে বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছে নিষিদ্ধঘোষিত বাণিজ্যিক স্পিডবোট। ফলে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে সমুদ্রে গোসল করতে নেমে দুর্ঘটনার শিকার হচ্ছে। ২০১৪ সালের ৫ এপ্রিল জনৈক ফরিদের স্পিডবোটের ধাক্কায় সৈকতের লাবনী পয়েন্টে বগুড়া জেলার পর্যটক তাজুল ইসলাম (২৫) নিহত হওয়ার পর সৈকতে স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। তিনি বগুড়ার কাহালু উপজেলার মুরাইল এলাকার নজরুল ইসলাম মানিকের ছেলে এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। এ ঘটনায় স্পিডবোট মালিক ফরিদুল আলম আটক না হলেও পুলিশ স্পিডবোটসহ চালক জহিরকে আটক করেছিল। এ ঘটনায় মামলাও হয়। একই বছর ১৯ মার্চ ওই ফরিদুল আলমের স্পিডবোটের ধাক্কায় ৫ পর্যটক আহত হলে পুরো জেলায় তোলপাড় সৃষ্টি হয়। এ ব্যাপারে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, সৈকতের কলাতলি পয়েন্ট স্পিডবোট চালানো হচ্ছে তা জানা নেই, খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেটে জমি নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত ১৫ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিশ্বনাথে জমিসংক্রান্ত বিরোধদের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতের নাম জহুর আলী (৩৫)। তিনি বাওনপুর গ্রামের মনু মিয়ার ছেলে। সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর গ্রামের আয়াছ আলী ও মাস্টার আবদুল মতিনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জহির আলীকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহতরা হলেন- হারিছ আলী, গিয়াস উদ্দিন, আমির আলী, মজর আলী, কবির আহমদ, স্বপন আহমদ, সাহেল আহমদ, কুতুব উদ্দিন, রাজু মিয়া, ফয়জুল মিয়া।
×