ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৪

প্রকাশিত: ০৪:২২, ১৯ জানুয়ারি ২০১৬

ইয়েমেনে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৪

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে এক গাড়িবোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেডিক্যাল সূত্রগুলো। রবিবার শহরটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শালাল আলি শায়েহর বাড়ির সামনে বিস্ফোরণটি ঘটানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর ওয়েবসাইটের। নিহত চার রক্ষী শায়েহরের বাড়ির পাহারাদার ছিলেন। এর আগে ৪ জানুয়ারি এই নিরাপত্তা পরিচালকের গাড়িবহর লক্ষ্য করে আরেকটি গাড়িবোমা হামলা চালানো হয়েছিল। ওই হামলা থেকেও রক্ষা পেয়েছিলেন এই ব্রিগেডিয়ার জেনারেল। সাম্প্রতিক মাসগুলোতে এডেনে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একের পর এক বোমা হামলা চালানো হচ্ছে। জঙ্গী গোষ্ঠীগুলো এ ধরনের হামলা চালিয়ে থাকে। বুগতি হত্যা মামলা থেকে মোশারফের খালাস পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশারফ বালুচ নেতা নওয়াব আকবর খান বুগতিকে হত্যা করার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। একই অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন মামলার অন্য আসামিরাও। বালুচ নেতা বুগতিকে ২০০৬ সালে হত্যা করা হয়েছিল। মোশারফের আইনজীবী ও মামলার অন্য আসামিদের এ কথা জানায়। খবর এএফপির। মোশারফ চার বছর স্বেচ্ছানির্বাসনে শেষে ২০১৩ সালের মার্চে দেশে ফেরেন। এরপর তার বিরুদ্ধে বুগতি হত্যাসহ তিনটি মামলা আনা হয়।
×