ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন র‌্যাপ শিল্পী ক্লারেন্স রিড আর নেই

প্রকাশিত: ০৪:২২, ১৯ জানুয়ারি ২০১৬

মার্কিন র‌্যাপ শিল্পী ক্লারেন্স রিড আর নেই

মার্কিন র‌্যাপ সঙ্গীত শিল্পী ক্লারেন্স রিড (৭৬) মারা গেছেন। রবিবার তার ম্যানেজার এ কথা জানান। জনপ্রিয় এ আরএ্যান্ডবি তারকা ব্লোফ্লাই নামে সুপরিচিত। মঞ্চে তিনি এ নামেই পরিচিত। তিনি মঞ্চে উঠে সাবলীলভাবে চমৎকার র‌্যাপ করতে পারতেন। ম্যানেজার ও ড্রামার টম বাওকার রিডের ফেসবুক এ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, ‘এই অসাধারণ প্রতিভাবান ব্যক্তি তার মা-বাবার দেয়া নাম ও ব্লোফ্লাই নামে পরিচিত। এ মাস্টার অব ক্লাস শান্তিতে মৃত্যুবরণ করেছেন।’ রোলিং স্টোন পত্রিকা জানায়, রিডের এক মুখপাত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। -এএফপি কাবুলে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু তালেবানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে চারপক্ষীয় আলোচনার দ্বিতীয় দফা সোমবার কাবুলে শুরু হয়েছে। আফগানিস্তানে জঙ্গী সহিংসতা ব্যাপক বৃদ্ধির মধ্যেই এ আলোচনা শুরু হলো। আফগান রাজধানীতে আয়োজিত একদিনের এ বৈঠকে আফগানিস্তান, পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ১৪ বছরের সহিংসতা আলোচনার মাধ্যমে অবসানের চেষ্টা চালাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ শাকিব মোস্তাগনি বলেন, ‘বৈঠকটি গুরুত্বপূর্ণ কারণ আফগানিস্তানে শান্তি আনতে আলোচনায় রোডম্যাপের ওপর বেশি গুরুত্ব দেয়া হবে।’ -এএফপি বিচ্ছিন্ন হবে যাত্রীবাহী কেবিন! মধ্য আকাশে বিমান বিভ্রাট হলেও প্রাণহানি এড়ানো সম্ভব। এমন দাবি করে ইউটিউবে ভিডিও প্রকাশ করেছেন রুশ আবিষ্কারক তাতারেঙ্কো ভøাদিমির নিকেলোভিচ। তার আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করে মধ্য আকাশে বিমান থেকে বিচ্ছিন্ন করা যাবে যাত্রীবাহী কেবিন। এরপর প্যারাসুটের সাহায্যে নেমে আসা যাবে মাটিতে বা জলে। মহাকাশে ফুল মহাকাশে জিনিয়া ফুল ফোটালেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষক স্কট কেলি। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে (আইএসএস) উদ্ভিদের প্রাণের স্পন্দন নতুন নয়। মানুষের বাসযোগ্য কৃত্রিম উপগ্রহটির ভেজ-ল্যাবে আগেও লেটুস জাতীয় সবজি ফলানো হয়েছে। কিন্তু এই প্রথম ফুল ফুটল সেখানে! জিনিয়ার জন্ম, বড় হওয়াতে সময় লাগে ৬০ থেকে ৮০ দিন। যা লেটুসের থেকে বেশি। এই কঠিন কাজ করতে গিয়ে চাপের মুখে পড়তে হয়েছে গবেষকদের।-ওয়েবসাইট
×