ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেট্রোলবোমায় নিহতদের পরিবারের হাতে সোনালী ব্যাংকের অনুদান

প্রকাশিত: ০৪:২০, ১৯ জানুয়ারি ২০১৬

পেট্রোলবোমায় নিহতদের পরিবারের হাতে সোনালী ব্যাংকের অনুদান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জামায়াত ও বিএনপির ডাকা টানা অবরোধের সময় পেট্রোলবোমায় জেলার আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের নিহত প্রাইভেটকার চালক আবুল কালামের মা সাফিয়া বেগম ও পৃথক ঘটনায় একই গ্রামের পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ ফারুক মল্লিকের হাতে সোমবার দুপুরে সোনালী ব্যাংকের পক্ষ থেকে অনুদানের চেক তুলে দেয়া হয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, গত ১৫ জানুয়ারি দৈনিক জনকণ্ঠে ‘পুত্র হারানোর শোকে আজও কাঁদেন বিধবা সাফিয়া’ শিরোনামে প্রকাশিত সচিত্র প্রতিবেদনটি সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়। তারই পেক্ষিতে ঘটনার এক বছর পর ব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রেরিত ৯০ হাজার টাকার অনুদানের চেক আগৈলঝাড়া শাখায় বসে সোমবার দুপুরে বিতরণ করা হয়। নিহত আবুল কালামের মা সাফিয়া বেগমকে ৫৫ হাজার ও অগ্নিদগ্ধ ফারুক মল্লিককে ৩৫ হাজার টাকার চেক তুলে দেন সোনালী ব্যাংকের আগৈলঝাড়া শাখার ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা ফারুক ভুইয়া, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মেলেন্দু বাড়ৈ, ব্যাংক কর্মকর্তা আবু তাহের মৃধা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৫ সালের ৯ জানুয়ারি রাতে রাজধানীর মগবাজারে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ হন প্রাইভেটকার চালক আবুল কালাম। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১৫ জানুয়ারি সে মারা যায়। একই বছর ২৩ জানুয়ারি রাতে ঢাকায় পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ হন চলন্ত বাসযাত্রী ফারুক মল্লিক। উভয় ঘটনা নিয়ে গত ১৫ জানুয়ারি দৈনিক জনকণ্ঠে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিশ্বে ১ শতাংশ ধনীর কাছে ৯৯ শতাংশ মানুষের সমান সম্পদ অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে বিশ্ব। সেইসঙ্গে বাড়ছে ধনী-দরিদ্রের পার্থক্য। বিশ্বের ১ শতাংশ ধনী মানুষের সম্পদের পরিমাণ বাকি ৯৯ শতাংশ মানুষের মোট সম্পদের সমান। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বার্ষিক সম্মেলনকে সামনে রেখে গবেষণাটি প্রকাশ করেছে অক্সফাম।
×