ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এইমসের মামলার রায়ে স্থিতাবস্থা ॥ ফের শুনানি ১ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৪:১৭, ১৯ জানুয়ারি ২০১৬

এইমসের মামলার রায়ে স্থিতাবস্থা ॥ ফের শুনানি ১ ফেব্রুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের অবসায়ন বা রূপান্তরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনার বৈধতার বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি ফের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি না হওয়া পর্যন্ত মিউচ্যুয়াল ফান্ডের অবসায়ন বা রূপান্তরের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে রবিবার শুনানি শেষে ১৮ জানুয়ারি সোমবার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন আদালত। কিন্তু সোমবার নতুন করে শুনানির তারিখ ও মিউচ্যুয়াল ফান্ডের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে ইউনিটহোল্ডারদের পক্ষে আইনজীবী এ্যাডভোকেট আমিন উদ্দিন বলেন, আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মামলাটিকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা দিয়েছে। এ সময়ের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) সিভিল পিটিশন দাখিল করতে বলা হয়েছে। এটা দাখিল করা হলে মামলাটি পুনরায় ১ ফেব্রুয়ারি সুপ্রীমকোর্টে শুনানি শুরু হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ বছরের বেশি মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড অবসায়ন বা রূপান্তরে বিএসইসির নির্দেশনার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন আলী জামান নামে এক বিনিয়োগকারী। শ্যামল ইক্যুইটিকে জরিমানা অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউটিরিজ আইন ভঙ্গের দায়ে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, প্রতিষ্ঠানটি নন-মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান করার মাধ্যমে কমিশনের নির্দেশনার লঙ্ঘন করেছে। এছাড়া অন্যান্য আইন ভঙ্গের মধ্যে রয়েছে- পাঁচ লাখ টাকার উপরে নগদ লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস-১৯৮৭ এর রুলস ৮(১) (সিসি)-এর লঙ্ঘন। সমন্বিত গ্রাহক হিসাবের তহবিলের ঘাটতি থাকার মাধ্যমে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস-১৯৮৭ এর রুলস ৮(১) ও (২) এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন বিধিমালা ২০০০-এর বিধি-১১ এবং দ্বিতীয় তফসিলের আচারণবিধি ১ ও ৬-এর লঙ্ঘন। এছাড়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সঠিকভাবে সিকিউরিটিজ আইন অনুযায়ী প্রস্তুত না করার মাধ্যমে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস ১৯৮৭-এর রুলস ৫(১)-এর লঙ্ঘন।
×