ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাটর্নি জেনারেলকে হুমকিদাতা রিমান্ডে

প্রকাশিত: ০৮:২৬, ১৮ জানুয়ারি ২০১৬

এ্যাটর্নি জেনারেলকে হুমকিদাতা  রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে এ্যাটর্নি জেনারেল মাহবুব এ আলমকে হুমকি প্রদান মামলার আসামি বাবুল আহমেদের (৩৫) দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ ওয়াহিদুজ্জামান এ আসামিকে রবিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোঃ তসরুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, সিলেটের বিয়ানীবাজার থানার খশিবন্দ কিয়াছড়া (বৈরাজীবাজার) গ্রামের হাজী লাল মিয়ার ছেলে বাবুল আহমেদ (৩৫) গত ১৩ ডিসেম্বর ৪ পৃষ্ঠার একটি চিঠি এ্যাটর্নি জেনারেলের কাছে ডাকযোগে পাঠান। চিঠিতে এ্যাটর্নি জেনারেলকে হুমকি দিয়ে এবং জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে নির্দোষ দাবি করে বলা হয়, যদি নিজামী ফাঁসিতে ঝুলে মরে তবে আপনি অনন্তকাল জাহান্নামে জ্বলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা কারণে নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করছেন। এর ফল একদিন তিনিও পাবেন। তাঁর পিতা-মাতা জাহান্নামের আগুনে জ্বলবেন। ‘আগামী ৬ (গত ৬ জানুয়ারি) জানুয়ারি নিজামীর আপীলের যে রায় দেবেন তা বুঝে শুনে দেবেন। নিজামীসহ সকলকে মুক্তি না দিলে ভাল হবে না। সব মামলাই মিথ্যা। ভবিষ্যতে চিন্তা করে রায় দেবেন।’ এই চিঠি পাওয়ার পর গত ৬ জানুয়ারি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। অভিযোগে বলা হয়, আসামি দেশের প্রচলিত আইন, আদালত, সরকার, বিচারপতি এবং দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার প্রতি ঘৃণা ও অবজ্ঞা সৃষ্টি করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন।
×