ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জি এম কাদেরকে উত্তরসূরি ঘোষণা করলেন এরশাদ

প্রকাশিত: ০৮:১৬, ১৮ জানুয়ারি ২০১৬

জি এম কাদেরকে উত্তরসূরি ঘোষণা করলেন এরশাদ

বিডিনিউজ ॥ ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বানিয়ে তাকে নিজের উত্তরসূরি ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সিদ্ধান্ত বারবার পরিবর্তনের জন্য সমালোচিত এরশাদ রবিবার রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। ‘আমার অবর্তমানে দলের হালও ধরবেন তিনি (জি এম কাদের),’ বলেন ৮৫ বছর বয়সী এরশাদ। সংবাদ সম্মেলনে ভাইয়ের সঙ্গেই ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে দুই ভাই একে অন্যকে জড়িয়ে ধরেন। সাবেক সামরিক শাসক এরশাদের গড়া দল জাতীয় পার্টির গঠনতন্ত্রে কো-চেয়ারম্যানের কোন পদ নেই। তবে এরশাদ বলেন, এখন থেকে জি এম কাদের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আগামী এপ্রিলে দলের যে ত্রি-বার্ষিক সম্মেলন হবে, সেখানে কো-চেয়ারম্যান পদ সৃষ্টি করে তা অনুমোদন করে নেয়া হবে।’ আগামী এপ্রিল মাসে দলের ত্রিবার্ষিক সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়ে জি এম কাদেরকে তার প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদারকে সদস্য সচিব হিসেবেও মনোনীত করেন তিনি।
×