ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জার্মানিতে এমআরপি কার্যক্রম বন্ধ ॥ বিপাকে প্রবাসীরা

প্রকাশিত: ০৭:৪৪, ১৮ জানুয়ারি ২০১৬

জার্মানিতে এমআরপি কার্যক্রম বন্ধ ॥ বিপাকে প্রবাসীরা

কূটনৈতিক রিপোর্টার ॥ জার্মানির বাংলাদেশ দূতাবাসে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কারিগরি সমস্যার কারণে এমআরপি প্রদান বন্ধ হয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে। ফলে বিপাকে পড়েছে জার্মানিসহ আরও তিন দেশের প্রবাসীরা। সূত্র জানায়, জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাস গত ১১ জানুয়ারি থেকে এমআরপি প্রদান কার্যক্রম বন্ধ রেখেছে। দূতাবাস থেকে জানানো হয়েছে, বার্লিনের বাংলাদেশ চ্যান্সারি ভবন স্থানান্তরের কাজ চলছে। নতুন ঠিকানায় অফিস স্থাপনের পর আবার এমআরপি কার্যক্রম শুরু হবে। আর এই অফিস স্থাপনের জন্য ঢাকার পাসপোর্ট অধিদফতর থেকে প্রকৌশলি ও টেকনিশিয়ানের প্রয়োজন। সে কারণে কবে নাগাদ আবার এমআরপি পাসপোর্ট দেয়া হবে, সেটা বলতে পারছে না বার্লিন দূতাবাস। জার্মানপ্রবাসী কামাল হোসেন রবিবার জনকণ্ঠকে বলেন, বার্লিনের বাংলাদেশ দূতাবাসে হঠাৎ করে এমআরপি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রবাসীরা বিপদে পড়েছেন। কেননা নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই এমআরপি পাসপোর্ট গ্রহণ করতে পারেননি। এছাড়া কবেনাগাদ এমআরপি কার্যক্রম শুরু হবে, সেটাও জানাতে পারছে না বাংলাদেশের দূতাবাস। সূত্র জানায়, বার্লিনের বাংলাদেশ দূতাবাস জার্মানি ছাড়াও পার্শ্ববর্তী দেশ চেক রিপাবলিক, রুমানিয়া ও সেøাভাকিয়ার দায়িত্ব পালন করে। এসব দেশের প্রবাসীদের এমআরপি প্রদানের কাজটি করে থাকে বার্লিনের দূতাবাস। এখন বার্লিন দূতাবাস থেকে এমআরপি বন্ধ হওয়ায় এসব দেশের প্রবাসীরাও বিপাকে পড়েছেন। তারাও এমআরপি নিতে পারছেন না। জার্মানিতে এখন শরণার্থী বেড়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশীদের এমআরপি বহনে গুরুত্ব বেড়েছে। এছাড়া পূর্ব ইউরোপ থেকে জার্মানিতে প্রবেশের ক্ষেত্রে এখন কড়াকড়ি হয়েছে। রুমানিয়া, চেক সেøাভাকিয়া ইত্যাদি দেশ থেকে জার্মানিতে প্রবেশের ক্ষেত্রে সীমান্তে পাসপোর্ট দেখাতে হচ্ছে। আর সীমান্ত প্রহরীরা এখন এমআরপিই দেখতে চাইছেন। সে কারণে বিমানপথে ভ্রমণ ছাড়াও ইউরোপে কোথাও কোথাও সড়ক পথেও এমআরপির প্রয়োজন হচ্ছে। এদিকে বার্লিনের বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ঠিকানায় দূতাবাস স্থাপনের পরে পুনরায় এমআরপি প্রদান কার্যক্রম শুরু হবে। এছাড়া জানুয়ারির শেষের দিকে ফ্রাঙ্কফুর্টসহ আরও কয়েকটি বড় শহরে মোবাইলের মাধ্যমে এমআরপি সেবা প্রদানের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। সেবা প্রদানের তারিখ পরে জানানো হবে। তবে বর্তমানে দূতাবাস থেকে হাতে লেখা পাসপোর্ট প্রদানসহ অন্যান্য সকল সেবা (এমআরপি ব্যতীত) ভিসা, সার্টিফিকেট, ডকুমেন্ট সত্যায়ন ইত্যাদি কার্যক্রম আগের মতোই চালু থাকবে। উল্লেখ্য, আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থার বেঁধে দেয়া সময় অনুযায়ী গত ২৫ নবেম্বর থেকে বিমানে চলাচলের জন্য হাতে লেখা পাসপোর্ট গ্রহণ বন্ধ রয়েছে। সে অনুযায়ী বেসামরিক বিমানে চলাচলের ক্ষেত্রে এমআরপি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।
×