ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফজলে করিম চৌধুরী হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ জানুয়ারি ২০১৬

ফজলে করিম চৌধুরী হিউম্যান রাইটস কমিটির চেয়ারম্যান

সংসদ রিপোর্টার ॥ চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী হিউম্যান রাইটস কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউ এর সদর দফতরে অনুষ্ঠিত ১৪৯তম সভায় তিনি হিউম্যান রাইটস কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা জানিয়েছে, ১৬৭টি দেশের ৪৭ হাজার পার্লামেন্ট সদস্যের সমন্বয়ে আইপিইউ গঠিত। আই পি ইউ এর হিউম্যান রাইটস কমিটি ১৬৭টি দেশের ৪৭ হাজার পার্লামেন্ট সদস্য তাদের নিজ নিজ দেশে মানবাধিকার বিষয় নিয়ে কাজ করে থাকেন। এবিএম ফজলে করিম চৌধুরী ইতোপূর্বে আইপিইউ এর হিউম্যান রাইটস কমিটির ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
×