ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শহর পরিচ্ছন্ন রাখতে সবাইকে মেয়রের ভূমিকা নিতে হবে ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ জানুয়ারি ২০১৬

শহর পরিচ্ছন্ন রাখতে সবাইকে মেয়রের ভূমিকা নিতে হবে ॥ সাঈদ খোকন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে হলে সবাইকে একেক জন মেয়রের ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত ‘পরিচ্ছন্ন বছর ২০১৬ : পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সাঈদ খোকন বলেন, একজন মেয়র বা তার অফিসের গুটিকয়েক কর্মচারী-কর্মকর্তা দিয়ে এ শহরকে বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। সবাইকে শহরটাকে নিজের ঘরের মতো দেখতে হবে। আমরা যতটা না ঘরে থাকি তার চেয়ে বেশি সময় বাইরেই কাটাই। তাই ঘরের চাইতে শহরটাকেই আগে পরিষ্কার রাখা জরুরী। আমরা ঘরের যেভাবে যতœ নেই সেভাবে আমাদের শহরেরও যতœ নিতে হবে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আমাদের মন-মানসিকতা ও চিন্তা-চেতনাকে সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে। ক্যাম্পাস, ক্লাসরুম, ঘর-বাড়ি, অফিস, রাস্তাঘাটসহ সকল স্থানে পরিচ্ছন্ন পরিবেশ দরকার। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। আজকের যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো তা আমাদের প্রতিদিন চালিয়ে যেতে হবে।
×