ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যক্তিত্বই যখন শক্তি

প্রকাশিত: ০৬:২৯, ১৮ জানুয়ারি ২০১৬

ব্যক্তিত্বই যখন শক্তি

ব্যক্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই। এটা আমরা কেউ অনুভব করতে পারি, কেউ পারি না। কেউ গুরুত্ব দেই, কেউ দেইনা। তাই আজকাল এর বড়ই অভাব পড়েছে। আমরা অনেকেই হয়ত জানিনা, ব্যক্তিত্ব কি? এর মূল্যইবা কতটুকু একজন ব্যক্তির জীবনে। এর মূল্যায়ন করতে পারি না বলেই নিজেদের ব্যক্তিত্ব গঠন করতে পারিনা। এই ব্যক্তিত্বের অভাবে অনেকে প্রতিভা থাকা সত্ত্বেও জীবনে সাফল্য অর্জন করতে পারেনা। ব্যক্তিত্ব হলো এমন এক বিষয় যা একে অন্যের মাঝে তফাৎ সৃষ্টি করে। আসলেই একজন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক গুণগত অভিব্যক্তি বা প্রকাশকেই তার ব্যক্তিত্ব বলতে পারি। আরও সহজ করে বলা যায়। একজন ব্যক্তির নৈতিকতা, সামাজিকতা। মূল্যবোধ, রুচিবোধ, এগুলোর সঠিকভাবে প্রকাশ পাওয়াই হলো তার ব্যক্তিত্ব। ধরুন, অনেকের কথাবার্তা আপনার পছন্দ হয়নি বা আপনার কথাবার্তা অনেকেই পছন্দ করেনা, তাদের কথা শুনলেই আপনি রেগে জান। আপনার কথা শুনলেও অনেকে রেগে যায়। আপনি তাদের এড়িয়ে চলতে চান। তারাও আপনাকে এড়িয়ে চলে। এই যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলো নিয়ে কি কখনও ভেবেছেন এমন হয় কেন? আজ তাহলে জেনে নিন, আপনার এবং এই ব্যক্তির ব্যক্তিত্ব ত্রুটি-বিচ্যুতি আছে। যে কারণে আপনি এবং এই ব্যক্তি জনপ্রিয়তা অর্জন করতে পারছেন না। সফল হতে পারছেন না। মনে রাখবেন সবার সঙ্গে সব কথায় তাল মিলিয়ে চলা ব্যক্তিত্বহীনতার পরিচয় প্রকাশ পায়। তাই এই বিষয়গুলোর প্রতি সচেতন হোন। মোট কথা ব্যক্তির জীবনে যে সমস্ত কার্যকলাপ করে থাকি। সেগুলো প্রতিফলনই হলো তার বিকাশ লাভ। এই বিকাশ লাভ সঠিকভাবে হওয়াই হলো তার ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব লাভের সহজ উপায় : অনেকেই হয়ত ভেবে থাকেন কিভাবে ব্যক্তিত্ববান হওয়া যায়। কিন্তু আগেই বলা হয়েছে, ব্যক্তিত্ব এমন কিছু না যা কারও কাছ থেকে চেয়ে নেয়া যায়। মূলত নিজে নিজেই ব্যক্তিত্বের বিকাশ ঘটানো যায়না। এটা অর্জন করতে হলে আপনাকে লোক চরিত্র অধ্যয়ন করতে হবে। সবার সঙ্গে মিশতে হবে। ভালমন্দ বোঝার ক্ষমতা অর্জন করতে হবে। পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেও ব্যক্তিত্ব সচেতন হওয়া যায়। লোক সমাজে মিশতে গেলে আপনার কাছে ভাল-মন্দ দিকগুলো ধরা পড়বে। তখন আপনি ভালমন্দ যাচাই করে আপনার ব্যক্তিত্বকে প্রখর করতে পারবেন। আমরা সবাই ব্যক্তিত্ববান হতে চাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে। একদিনে যেমন কিছু করা যায় না। তেমনি সফল ব্যক্তিত্বের অধিকারী হতে হলে আপনাকে দিন, মাস, বছর অপেক্ষা করতে হবে। কিভাবে সমাজের, রাষ্ট্রের, বিশ্বের সফল ব্যক্তিরা চলাফেরা করেন, কিভাবে তারা কথাবার্তা বলেন, সেগুলো পরম নিষ্ঠার সঙ্গে দেখতে হবে। এবং সেগুলো নিজের মাঝে আয়ত্ত করতে হবে। সবজায়গায় গ্রহণযোগ্য নিজের মাঝে আয়ত্ত করতে হবে। সব জায়গায় গ্রহণযোগ্য বিষয়গুলো নিজেকে আয়ত্ত করতে হবে। মন্দ বিষয়গুলো বুঝে তা পরিহার করতে হবে। কারণ, আপনাকে বুঝতে হবে ব্যক্তিত্বের গুরুত্ব সব জায়গায় অপরিসীম। তাই নিজের ব্যক্তিত্বের প্রতি গুরুত্ব দিন। নিজের স্বার্থের জন্যই এটা আমাদের করা উচিত। ব্যক্তিত্ব বিকাশ/ প্রকাশের সহজ উপায় : নিজের ব্যক্তিত্বের বিকাশ/ প্রকাশ ঘটানোর সহজ উপায় হলো : ১. নিজেকে কখনই বড় প্রকাশ করার চেষ্টা করবেন না। নিজেকে ক্ষুদ্র করে তুলুন। এর মানে হলো, অপরকে বড় হতে দিন। অপরকে বলতে দিন, ভাল শ্রোতা হতে চেষ্টা করুন। যেকোনভাবেই হোক অপরকে শ্রেষ্ঠ ভাবতে সুযোগ দিন। ২. অপরের প্রশংসা করতে শিখুন। বেশি ভুল ধরবেন না। এতে সে আপনাকে এড়িয়ে চলবে। অন্যে কি চায়। তা বুঝতে চেষ্টা করুন এবং তার চাওয়ার মূল্যায়ন করুন। তবে খেয়াল রাখবেন, বেশি বাড়াবাড়ি যেন না হয়। এতে হিতে বিপরীত হতে পারে। ৩. আপনি যা করতে পারবেন না তা অন্যকে করতে বাধা না দিয়ে বরং উৎসাহিত করুন। এতে আপনি তার কাছে সম্মানিত ব্যক্তি হবেন। মনে রাখবেন আপনি পারেন না তা অন্য কেউ করতেই পারে। আপনার পরিচিত কেউ ভাল কিছু করলে তা নিয়ে হিংসা না করে তাকে সাধুবাদ জানান। এতে আপনার বড় মনের পরিচয় প্রকাশ পাবে। ৪. নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করুন। মনে রাখবেন সব সময় কারও দুর্বলতার সুযোগ নিয়ে নিজ দায়িত্বের কাজগুলো অন্যকে দিয়ে করানো কখনই ঠিক না। এতে নিজের ব্যক্তিত্বহীনতা প্রকাশ পায়। ৫. অল্প পরিচিত কোন ব্যক্তিকে কখনই ব্যক্তিগত প্রশ্ন করবেন না। এবং নিজের ব্যক্তিগত কিছুই তার সঙ্গে আলোচনা করবেন না। এটিও ব্যক্তিত্ব প্রকাশের একটি গুরুত্বপূর্ণ দিক। ৬. নিজের অন্তর্ভুক্তের বিষয় না হলে সে বিষয়ে কথা বলতে যাবেন না। যা আপনার বিষয় নয় তা নিয়ে অনুমতি ছাড়া কথা বলা কখনই ঠিক নয়। এই বিষয়গুলোর সচেতন হতে চেষ্টা করুন। পরিশেষে বলা যায়, যেহেতু সব ক্ষেত্রের ব্যক্তিত্বের একটা মূল্যায়ন রয়েছে। এবং এর ওপর আমাদের ব্যক্তিগত সাফল্য নির্ভর করে। অতঃপর নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে চেষ্টা করুন। আপনি যদি পরিবার সমাজে, রাষ্ট্রের একজন হিসেবে তুলে ধরতে চান তাহলে আপনার ব্যক্তিত্ব বিকাশের বিকল্প নেই। সব শেষে একটা কথাই বলতে চাই, আসুন আমরা সবাই সর্বক্ষেত্রে নিজেকে একজন আদর্শ ব্যক্তিত্ববান মানুষ হিসেবে তুলে ধরতে চেষ্টা করি। কারণ এতে আমাদের জীবনের সাফল্য নিহিত রয়েছে। যাপিত ডেস্ক মডেল : স্পৃহা, নীল, জিতু ও অনিক পোশাক : বিবিয়ানা ও রেক্স স্টাইলিং : এডলফ খান
×