ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেষ দুই টি২০-তে নেই মুশফিক, মুস্তাফিজ, শুভাগত ও আলআমিন, দলে ঠাঁই পেলেন তাসকিন, শহীদ, মুক্তার ও মোসাদ্দেক

দল নিয়েও পরীক্ষা-নিরীক্ষা

প্রকাশিত: ০৬:২১, ১৮ জানুয়ারি ২০১৬

দল নিয়েও পরীক্ষা-নিরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বিরুদ্ধে ৪ ম্যাচের টি২০ সিরিজের আগেই নিজেদের জন্য পরীক্ষা-নিরীক্ষার সিরিজ বলে জানিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কারণ আসন্ন এশিয়া কাপ টি২০ ও টি২০ বিশ্বকাপের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ সমন্বয় গড়ে তুলতে উপযুক্ত ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর চিন্তা করা হয়েছিল। প্রথম টি২০ ম্যাচে ব্যাটিং অর্ডারেও ব্যাপক উত্থান-পতন ছিল সেই পরীক্ষার অংশ। প্রথমে ঘোষণা করা হয়েছিল দুই টি২০ ম্যাচের জন্য স্কোয়াড। এবার সেই দল গঠন নিয়েও পরীক্ষা-নিরীক্ষার প্রমাণ মিলল তৃতীয় ও চতুর্থ টি২০ ম্যাচের দল ঘোষণার পর। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ দুই টি২০ ম্যাচের জন্য যে দল ঘোষণা করেছে সেখানে নেই তিন অপরিহার্য ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, আলআমিন হোসেন ও শুভাগত হোম চৌধুরী। আর দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় ছিটকে গেছেন মুশফিকুর রহীম। পরিবর্তে প্রথমবারের জন্য সুযোগ পেয়েছেন তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত, পেস অলরাউন্ডার মুক্তার আলী ও পেসার মোহাম্মদ শহীদ। আর ইনজুরি কাটিয়ে ওঠা পেসার তাসকিন আহমেদকে নেয়া হয়েছে মুশফিকের জায়গায়। গত বছর প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছিলেন মোসাদ্দেক। হাঁকিয়েছিলেন দুটি ডাবল সেঞ্চুরি। সে কারণে জিম্বাবুইয়ের বিরুদ্ধে সর্বশেষ সিরিজে ওয়ানডে দলে সুযোগ করে নিয়েছিলেন। তবে অভিষেক হয়নি তাঁর। এবার জিম্বাবুইয়ের বিরুদ্ধে চার ম্যাচের টি২০ সিরিজে আগে থেকেই বাংলাদেশ দলের লক্ষ্য ছিল আসন্ন টি২০ এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের জন্য সঠিক সমন্বয় খুঁজে বের করার পরীক্ষা। সেটা দেখা গেছে প্রথম টি২০ ম্যাচেই। ব্যাটিং অর্ডারে বেশ পরিবর্তন করেই রান তাড়া করতে নেমেছিল বাংলাদেশ দল। দুই টি২০ শেষ। দুটিতেই জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। শেষ দুই টি২০ ম্যাচে বাংলাদেশ দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলী।
×