ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় অস্ট্রেলিয়ার

টানা তিন হারে সিরিজ খোয়াল ভারত

প্রকাশিত: ০৬:২০, ১৮ জানুয়ারি ২০১৬

টানা তিন হারে সিরিজ খোয়াল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েও দলের হার দেখতে হয়েছিল রোহিত শর্মাকে, এবার একই যন্ত্রণায় পুড়লেন বিরাট কোহলি। তৃতীয় ওয়ানডেতে ২৯৫ রান করে ভারত হারল ৩ উইকেটে। টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। ম্যাচের ‘নায়ক’ গ্লেন ম্যাক্সওয়েলের চমৎকার ৯৬ রানের ইনিংসে ভর করে ৪৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক অসিরা। বাংলাদেশ সফরে লজ্জার পর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে টি২০ ও ওয়ানডে সিরিজে হারে ভারত। এবার অস্ট্রেলিয়া-ধাক্কায় বেসামাল ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনির দল! হারের জন্য নিজেদের ফিল্ডিংকে দুষেছেন রঙিন পোশাকের অধিনায়ক! আর চাপের মুখে চমৎকার ব্যাটিংয়ের জন্য সতীর্থ ম্যাক্সওয়েলকে প্রশংসায় ভাসিয়েছেন অসি সেনাপতি স্টিভেন স্মিথ। প্রথম দুই ম্যাচে তিন শ’র ওপরে স্কোর গড়েও হারের পর মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, আগে ব্যাট করলে ৩৩০ রান করতে হবে, নয়ত ভিন্ন কিছ্ ুভাবতে হবে তাদের। কোহলির সেঞ্চুরি সত্ত্বেও এদিন ২৯৫Ñএ থেমে গিয়ে তাই আগেই হয়ত মানসিক চাপে ভুগে থাকবেন বিশ্বজয়ী অধিনায়ক! ২১৫ রানে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নেয়ার পরও কেন এভাবে খেই হারাবে দল, কেন সহজ ক্যাচ মিস করবেন ফিল্ডাররা? রবিচন্দ্রন আশ্বিনকে বাইরে রেখে, ঋষি ধাওয়ান আর গুরকিরাত সিংয়ের মতো গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তনেও অতিথিদের ভাগ্যের পরিবর্তন আনতে পারেননি অথচ টসে হেরে ব্যাটিং পাওয়া ভারতের শুরুটা মন্দ ছিল না। টানা দুই ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা ব্যক্তিগত ৬ রান করে সাজঘরে ফেরার পর কোহলি-শিখর ধাওয়ানের মধ্যে গড়ে ওঠে চমৎকার জুটি। দ্বিতীয় উইকেটে দু-জনে ১১৯ রান যোগ করেন। তৃতীয় উইকেটে অজিঙ্কা রাহানেকে নিয়ে আরও ১০৯ রান তোলেন কোহলি। ধাওয়ান ৬৮ ও রাহানে ৫০ রান করে সাজঘরে ফিরলেও ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরিটা তুলে নেন ম্যাচের ‘ভাগ্যবিড়ম্বিত’ কোহলি। দল হারলেও ব্যক্তিগতভাবে ম্যাচটা কোহলির জন্য স্মরণীয়। ১১৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ১১৭ রান করে আউট হন তিনি। ১৯ রান করেই ক্যারিয়ারের মাত্র ১৬১তম ইনিংসে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন, যা কিনা ওয়ানডেতে দ্রুততম ৭ হাজার রানের মাইলফলক ছোঁয়ার নতুন রেকর্ড। যে রেকর্ডে দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডিভিলিয়ার্সকে (১৬৬ ইনিংস) ছাড়িয়ে গেছেন ইন্ডিয়ান ক্রিকেটের ‘ক্রেজি বয়’। পরে তিন অঙ্ক ছুঁয়ে কম সময়ে ২৪ সেঞ্চুরির দ্রুততম রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি। ২৪ সেঞ্চুরি পেতে গ্রেট শচীন টেন্ডুলকরেরও লেগেছিল ২১৯ ইনিংস, রিকি পন্টিংয়ের ২৭৮। ১৬৯ ওয়ানডেতে ৫১ গড়ে কোহলির মোট রান ৭,০৯৮! আরও অনেক অনেক রেকর্ড অর্জনের পথে হাঁটছেন ২৭ বছরের দিল্লী হিরো। ধোনির ৯ বলে ২ ছক্কা ও ২ চারে ২৩ রান উল্লেখ্যযোগ্য। অস্ট্রেলিয়ার হয়ে পেসার জন হেস্টিংস ৪, কেন রিচার্ডসন ও জেমস ফকনার নেন ১টি করে উইকেট। ১৬৭ রানে চতুর্থ, ২০৪ রানে পঞ্চম ও ২১৫ রানে ষষ্ঠ উইকেট হারানো স্বাগতিক ইনিংসে ‘অসাধারণ’ ব্যাট করেন ম্যাক্সওয়েল। ৮৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৯৬ রান করে আউট হলেও দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তিনি। শন মার্শ ৬২, স্মিথ ৪১ ও শেষ দিকে জেমস ফকনার অপরাজিত ২১ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
×