ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক ব্রিজ টুর্নামেন্ট

প্রকাশিত: ০৬:১৯, ১৮ জানুয়ারি ২০১৬

ঢাকায় ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক ব্রিজ টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ মেধা-মননের সংমিশ্রণে বিশ্বব্যাপী ব্রিজ খেলার জনপ্রিয়তাটা আকাশচুম্বী। খুব ধীরে হলেও তাসের এ খেলা জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশেও। খেলাটির সঙ্গে বাংলাদেশের তরুণদের পরিচয় করিয়ে দিতে এবার আন্তর্জাতিক টুর্নামেন্টে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্রিজ ফেডারেশন (বিবিএফ)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের ব্যবস্থাপনা ১৬ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ আসরের নামকরণ করা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্ট। খেলাটির প্রতি আগ্রহ বাড়াতে টুর্নামেন্টের প্রাইজমানিতে বড় ধরনের চমক থাকছে। জানান ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন। ইতোমধ্যেই বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের পক্ষ থেকে টুর্নামেন্টে পরিচালনা কমিটির কাছে সম্ভাব্য সময়, পুরস্কারের টাকার পরিমাণসহ খরচের একটি খসড়া প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এ ব্রিজ টুর্নামেন্টের উদ্বোধন বা সমাপনী অনুষ্ঠানের অন্তত একটিতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্পৃক্ত করার চেস্টা চলছে বলে জানা গেছে। গত বুধবার আয়োজক কমিটির সভাপতি ক্রীড়ামন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান মোহন। ছয়দিনব্যাপী এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১৬টি দেশের প্রতিযোগী অংশ নেবে। দলীয় প্রতিযোগিতা হবে ৯, ১০ ও ১১ এপ্রিল এবং দ্বৈত প্রতিযোগিতা ১২ এপ্রিল দুটি ইভেন্টের জন্যই আলাদা আলাদা আর্থিক পুরস্কারের ব্যবস্থা করছে ব্রিজ ফেডারেশন। টুর্নামেন্টের সফলতায় দারুণ আশাবাদী মোহন বলেন, ইতোমধ্যেই বিভিন্ন দেশের ব্রিজ ফেডারেশনের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। শুধু ভারত থেকে তিনটি দল আসছে যার মধ্যে এবার বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া কলকাতার দলটিও থাকছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে মহিলা ও পুরুষ দুটি দল আসবে। বাকি দেশগুলোর মধ্যে ইংল্যান্ড, বুলগেরিয়া জর্দান বাহরাইন, ইউএই (আরব আমিরাত), ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিসরের অংশগ্রহণের নিশ্চয়তা পেয়েছি। শীঘ্রই অন্য দেশগুলোর কাছ থেকেও সাড়া পেয়ে যাব বলে আশা করছি। আর স্বাগতিক বাংলাদেশ থেকে অংশ নেবে ছয়টি দল। যার মাঝে জাতীয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলটি সরাসরি মূল প্রতিযোগিতায় অংশ নেবে। মূল টুর্নামেন্টের আগে বাছাই প্রতিযোগিতার মাধ্যমে বাকি চারটি দল নির্ধারণ করা হবে। ১৬টি দেশের শতাধিক প্রতিযোগী, সবচেয়ে বড় চমকটি থাকছে আর্থিক পুরস্কারে। প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার একটি খসড়া বাজেট ইতোমধ্যেই ফেডারেশনের কাছে পেশ করা হয়েছে। যার মধ্যে ট্রফি-মেডেল ছাড়াও নগদ অর্থ পুরস্কার থাকছে ৪০ হাজার ডলার (৩২ লাখ টাকা)।
×