ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, ব্লুজদের হয়ে ৭০০তম ম্যাচে দু’দলের জালেই গোল জন টেরির, এ্যাগুয়েরোর জোড়া গোলে ম্যানসিটির বড় জয়, চেলসি ৩-৩ এভারটন, ম্যানচেস্টার সিটি ৪-০ ক্রিস্টাল প্যালেস

নাটকীয় ম্যাচে ফের ড্র চেলসির

প্রকাশিত: ০৬:১৯, ১৮ জানুয়ারি ২০১৬

নাটকীয় ম্যাচে ফের ড্র চেলসির

স্পোর্টস রিপোর্টার ॥ একের পর এক ড্রামা উপহার দিয়েই চলেছে চেলসি। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে আরও একবার সেই প্রমাণ রেখেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে অতিথি এভারটনের বিরুদ্ধে তিন তিনবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে চেলসি। ম্যাচে এর চেয়েও আলোচিত ছিল চেলসি অধিনায়ক জন টেরির কীর্তি। এদিন তিনি ব্লুজদের হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭০০তম ম্যাচ খেলতে নামেন। ম্যাচে জোড়া গোল করে মাইলফলক স্পর্শ করাটা স্মরণীয়ও করেছেন ৩৫ বছর বয়সী এই সেন্টার ব্যাক। তবে অবাক করা ব্যাপার হচ্ছে, ম্যাচটিতে তিনি গোল করেছেন দু’দলের হয়েই। মজার তথ্য হচ্ছে, ছয়টি গোল হওয়া ম্যাচে প্রথম ও শেষ গোলটি করেন চেলসি অধিনায়ক। প্রথমার্ধ গোলশূন্য থাকা ম্যাচের দ্বিতীয়ার্ধেই হয় ছয়টি গোল। শুরু করেন টেরি ৫০ মিনিটে আত্মঘাতী থেকে এভারটনকে গোল উপহার দিয়ে। এরপর ৯০ মিনিট পর্যন্ত প্রায় প্রতিটি ক্ষণ ছিল নাটকীয়তায় ভরপুর। ২-২ গোলে সমতাবস্থায় ম্যাচ শেষের দিকে এগোচ্ছিল। এমন সময় শেষ মিনিটে এভারটন এগিয়ে যায় ৩-২ গোলে। এ সময় চেলসির হার দেখছিলেন অনেকে। কিন্তু ম্যাচের ইনজুরি সময়ে (৯৮ মিনিট) সেই টেরি গোল করে ইজ্জত রক্ষা করেন চ্যাম্পিয়নদের। সেই সঙ্গে ৭০০তম ম্যাচ স্মরণীয় করে রাখেন সাবেক ইংলিশ অধিনায়ক। ঘটনাবহুল রাতে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর্জেন্টাইন তারকা সার্জিও এ্যাগুয়েরোর জোড়া গোলে ভর করে সিটি ৪-০ গোলে হারায় ক্রিস্টাল প্যালেসকে। অন্যান্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ৪-১ গোলে সান্ডারল্যান্ডকে, বোর্নমাউথ ৩-০ গোলে নরউইচ সিটিকে, নিউক্যাসল ইউনাইটেড ২-১ গোলে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ও সাউদাম্পটন ৩-০ গোলে পরাজিত করে ওয়েস্টব্রুমউইচকে। এদিকে চমক দেখানে লিচেস্টার সিটি এ্যাস্টন ভিলার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট তালিকার এক নম্বরে উঠেছে এককভাবে। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট ভা-ারে তাদের। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। রবিবারের ম্যাচের আগে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে ছিল আর্সেনাল। ম্যাচটি জিতলে বা ড্র করলে শীর্ষস্থান ফিরে পাবে গানার্সরা। ২৫ পয়েন্ট নিয়ে আগের ১৪ নম্বরেই চেলসি। স্টামফোর্ড ব্রিজে গোলশূন্য প্রথমার্ধের পর ৫০ মিনিটে জন টেরির আত্মঘাতী গোলে পিছিয়ে যায় চেলসি। প্রতিপক্ষের লেইটন বেইঞ্চের ক্রস ফেরাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান স্বাগতিক দলের অধিনায়ক। ছয় মিনিট পর অতিথিদের বেলজিয়ামের স্ট্রাইকার কেভিন মিরালাস ব্যবধান দ্বিগুণ করলে হারের শঙ্কায় পড়ে চেলসি। এরপর অবশ্য দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে সমতায় ফেরে স্বাগতিকরা। ৬৪ মিনিটে চেস ফেব্রিগাসের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে এবারের লীগে সপ্তম গোল করেন দিয়াগো কোস্টা। ৬৬ মিনিটে নিজেই গোল করেন ম্যাচসেরা ফেব্রিগাস। এরপর ম্যাচের ৯০ মিনিটে আর্জেন্টিনার ডিফেন্ডার ফুনেস মোরির গোলে ফের হারের শঙ্কায় পড়ে চেলসি। তবে নাটকীয়তার তখনও ছিল বাকি। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে টেরি কাছ থেকে বল জালে জড়িয়ে প্রায়শ্চিত্তের পাশাপাশি মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করেন চেলসির। ইতিহাদ স্টেডিয়ামে একতরফা প্রাধান্য বিস্তার করা ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় সিটি। প্রায় ৩০ গজ দূর থেকে আচমকা গোল করেন ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এ্যাগুয়েরো। বিরতির পর ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সিটির জয় নিশ্চিত করেন এ্যাগুয়েরো। ম্যাচের ৮৪ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা সিটির হয়ে চার নম্বর গোল করেন।
×