ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চসিক মেয়রের সাক্ষাত পেতে বিড়ম্বনা

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ জানুয়ারি ২০১৬

চসিক মেয়রের সাক্ষাত পেতে বিড়ম্বনা

আহমেদ হুমায়ুন, চট্টগ্রাম অফিস ॥ বেলা ১১টায় সন্তানের ভর্তিসংক্রান্ত জটিলতার বিষয়ে মেয়রের সঙ্গে দেখা করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবনে এসেছেন নগরীর জাামালখান এলাকার বাসিন্দা কৃষ্ণা দেবী। দুপুর ২টা পর্যন্ত কর্পোরেশন ভবনের সামনে অপেক্ষা করেও শেষপর্যন্ত তিনি মেয়রের সঙ্গে কথা বলতে পারেননি। এ অভিজ্ঞতা গত বুধবারের। এর আগে আরও দুই দিন এসে একইভাবে ফিরে গেছেন। প্রতিদিন ৪-৫ ঘণ্টা অপেক্ষা করলেও ভেতরে প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা কর্মীরা। উল্টো নিরাপত্তা কর্মীরা তাকে মেয়রের সাক্ষাত পেতে সিরিয়াল নিতে হবে বলে পরামর্শ দিয়েছেন। কৃষ্ণা দেবী একা নন; প্রতিদিনই নগর ভবনে ঢুকতে পারছেন না শত শত নাগরিক। তাদের কেউ টুকিটাকি বিষয়ে খোঁজখবর নেয়া কিংবা ছোটখাটো কোন কাজ নিয়ে সেখানে গেলেও তল্লাশি ও সিরিয়াল বিড়ম্বনার শিকার হয়ে ফেরত যাচ্ছেন। বিষয়টি নিয়ে নাগরিকদের পাশাপাশি কর্পোরেশনের স্বয়ং উর্ধতন প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী, ঠিকাদারদের মাঝেও ক্ষোভ দেখা গেছে। অভিযোগ উঠেছে কর্পোরেশনের এক শ্রেণীর কর্মকর্তা মেয়রকে জনগণের কাছ থেকে আড়াল করতে অভিনব এ পদ্ধতি চালু করেছেন। সরেজমিন দেখা গেছে, রাজনৈতিক ও পেশাগত পরিচয়ের বাইরের লোকদের চট্টগ্রাম নগর ভবনে প্রবেশে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। কয়েকটি স্থানে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের কাছে দফায় দফায় জবাদিহি করতে হচ্ছে। কেউ সাক্ষাতের উদ্দেশ্য বা ব্যক্তির নাম উল্লেখ করতে না পারলে তাকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অনেকের শরীরে হাত (মেটাল ডিটেকটর নেই) দিয়ে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। ভবনের মূল গেটে প্রথম দফায় প্রাথমিক জিজ্ঞাসা ও তল্লাশি শেষে কেউ যদি ভবনের মূল গেট পর্যন্ত পৌঁছান সেখানে তাকে দ্বিতীয় দফা তল্লাশিতে পড়তে হচ্ছে। সেখানে নাম-পরিচয়ের পাশাপাশি কী কাজে এসেছেন অথবা কার কাছে যাবেন, কতক্ষণ অবস্থান করবেন ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন নিরাপত্তা কর্মীরা। এরপর যদি নিরাপত্তা কর্মীদের ইচ্ছে হয় তারপরই নাগরিকরা ভেতরে ঢুকতে পারছেন। এতে প্রতিদিন শত শত দর্শনার্থীর সঙ্গে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের বাগ্বিত-া হচ্ছে।
×