ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগে টাকা ফেরত পরে বিদ্যুত

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ জানুয়ারি ২০১৬

আগে টাকা ফেরত পরে বিদ্যুত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৭ জানুয়ারি ॥ “আগে টাকা ফেরত লও, তারপর বিদ্যুত লও” নাটোরের গুরুদাসপুরে এমন এক ঘটনা এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকার বিনামূল্যে গ্রাহকদের বিদ্যুত সংযোগ দিলেও সম্প্রতি স্থানীয় যুবলীগ নেতা বিদ্যুত সংযোগের নামে গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ আদায় করে। অগ্রিম টাকা আদায়ের বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে আসার পর শনিবার রাতে বিদ্যুত সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে নিজ হাতে গ্রাহকদের টাকা ফেরত দিয়ে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামে ৩০ লাখ টাকা ব্যয়ে ৪৭ গ্রাহকের জন্য এক কিলোমিটার বিদ্যুত সংযোগের লাইন স্থাপন করে পল্লী বিদ্যুত সমিতি। কিন্তু স্থানীয় যুবলীগ নেতা ইউনুস আলী বাবু বিদ্যুত সংযোগ দেয়ার নাম করে ৪০ গ্রাহকের কাছ থেকে ২ হাজার ৫ শ’ টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা আদায় করে। এ নিয়ে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের ফেসবুক পেজে এক গ্রাহক টাকা আদায়ের বিষয়ে কমেন্ট করে। পরে বিষয়টি সংসদ সদস্যের নজরে এলে শনিবার রাতে পশ্চিম নওপাড়া গ্রামে গিয়ে এমপি আব্দুল কুদ্দুস গ্রাহকদের কাছ থেকে আদায় করা টাকা আগে ফেরত দিয়ে পরে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। এখন এলাকার মানুষের মুখে মুখে একই কথা শোনা যাচ্ছে “আগে টাকা ফেরত লও, পরে বিদ্যুত সংযোগ নাও।”
×