ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ

বান্দরবানে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ জানুয়ারি ২০১৬

বান্দরবানে যোগাযোগ  বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৭ জানুয়ারি ॥ পার্বত্য জেলার লামা ও আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা যে কোন সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। চকরিয়া ও লামার সীমান্তবর্তী কুমারী বেইলি ব্রিজটির পিলারের মাটি সরে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, লামা, আলীকদম উপজেলার স্থানীয়দের যোগাযোগের মাধ্যম চকরিয়া ও লামার সীমান্তবর্তী কুমারী বেইলি ব্রিজ। সম্প্রতি চোরেরা ব্রিজের দু’পাশের নাট, বল্টু, রেলিং খুলে নেয়ায় এবং ব্রিজের নিচ থেকে মাটি সরে যাওয়ার কারণে ব্রিজটি যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। বর্তমানে এই ব্রিজকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে লাল পতাকা উড়িয়ে দিয়েছে সওজ কর্তৃপক্ষ। চকরিয়া-লামা-আলীকদম সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ফরিদ আহম্মদ বলেন, ফাঁসিয়াখালী সড়কের কুমারী এলাকায় বেইলি ব্রিজটি নড়বড়ে হয়ে পড়ায় এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে অতি ঝুঁকিতে। আরও জানা গেছে, লামা উপজেলা থেকে ১৫-২০ গজ অদূরে কুমারী বেইলি ব্রিজের সব পাটাতন নড়বড়ে হয়ে গেছে। দুই পাশের রেলিং, নাট ও বল্টু চোরেরা খুলে নিয়ে যাওয়ার কারণে একপাশে হেলে পড়েছে। চলাচল অতি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে পণ্য ও যাত্রীবাহী যান চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কায় সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করছে যাত্রীরা। লামা বাজারের ব্যবসায়ী সেলিম সওদাগর বলেন, চট্টগ্রাম থেকে কাঁচামাল আনতে এই ব্রিজটি ব্যবহার করতে হয় কিন্তু এটি নড়বড়ে হওয়ায় বেশি পরিমাণ মাল আনতে পারছি না। আলীকদম উপজেলার বাসিন্দা আওয়ামী লীগ নেতা শুভ রঞ্জন বড়ুয়া বলেন, দুই উপজেলার ৫ লক্ষাধিক মানুষের দুর্ভোগ কমাতে নতুনভাবে ব্রিজটি নির্মাণ করা হোক।
×