ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এদিন পুড়ে অঙ্গার হয়েছিলেন সোহাগ

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ জানুয়ারি ২০১৬

এদিন পুড়ে অঙ্গার হয়েছিলেন সোহাগ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালীন গত বছরের ১৮ জানুয়ারি ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের সানুহার এলাকায় ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে পুড়ে অঙ্গার হয়ে মৃত্যুবরণ করেন ট্রাকের হেলপার সোহাগ হাওলাদার। গুরুতর আহত হন ট্রাকচালক রিপন শেখ। নিহত সোহাগ ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা গ্রামের মৃত সাগর হাওলাদারের ছেলে। তার মা দৃষ্টিপ্রতিবন্ধী। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছিল সোহাগ। তার বাবা কোন ভূমি রেখে যেতে পারেননি। তাই সোহাগ অন্ধ মাকে নিয়ে শংকরপাশা গ্রামে মামাবাড়িতে থাকতেন। ট্রাকচালক রিপন শেখ একই এলাকার মীরের গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে। পিতৃহীন পরিবার ও দৃষ্টিহীন মায়ের সংসারের একমাত্র উপার্জনক্ষম সোহাগ হাওলাদার অভাবী সংসারের হাল ধরতে ভাইবোন পরিবহনের ট্রাকে হেলপার হিসেবে কর্মজীবন শুরু করেন। উজিরপুর মডেল থানার ওসি নুরুল ইসলাম পিপিএম জানান, এসআই শহিদুর রহমান বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। একই দিন সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শহীদুল ইসলাম শাহীন, শফিকুল ইসলাম খান, সেলিম রাঢ়ী ও সেলিম মৃধাকে গ্রেফতার করে। একই বছরের ৮ ফেব্রুয়ারি দুপুরে মামলার প্রধান আসামি উপজেলার হস্তিশুন্ড গ্রামের রহমান বেপারির ছেলে সাইদুল বেপারিকে মানিকগঞ্জের বরঙ্গাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী অফিসার থানার ওসি (তদন্ত) ফারুক খান সম্প্রতি ওই মামলায় ৫৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
×