ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৫২, ১৮ জানুয়ারি ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

সুধীর বরণ মাঝি, শিক্ষক হাইমচর মহাবিদ্যালয়, হাইমচর-চাঁদপুর, ফোন ০১৭৯৪৭৭৭৫৩৫ ....................................................................... ১। বাস্কেট খেলায় ড্রিবলিং কী ? (র) খেলার সৌন্দর্য বাড়ায় (রর) একটি কৌশল (ররর) বল নিয়ন্ত্রনের একটি পদ্বতি নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২। লে-আপ শুট কো খেলার সাথে সম্পৃক্ত ? (ক) বাস্কেট বল (খ) হ্যান্ডবল (গ) ফুটবল (ঘ) ভলিবল। ৩। মন ও শরীর গঠনের অন্যতম উৎস হলো- (ক) খাবার গ্রহণ (খ) সংগীত চর্চা (গ) শিক্ষা (ঘ) খেলাধুলা ৪। টাই অর্থ কী ? (ক) সমতা (খ) বাধা (গ) চেষ্টা (ঘ) গলায় ব্যবহৃত কাপড় ৫। বাংলাদেশের যে পর্যায়ে বাস্কেটবল প্রতিযোগিতা হয়- র) আন্ত:স্কুল (রর) আন্ত:কলেজ (ররর) আন্ত:বিশ্ব¦বিদ্যালয় নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর পরশ খেলার জন্য ৪০মিটার দৈঘ্য ও ২০মিটার প্রস্থ একটি মাঠ তৈরী করল।খেলাটিতে প্রত্যেক দলে ১৪ জন খেলোয়াড় থাকে কিন্তু ৫ জনের কম খেলোয়াড় হলে খেলা হয় না। উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও। ৬। পরশের আকাঁ মাঠটি কোন খেলার ? (ক) ভলিবল (খ) রাগবি (গ) হ্যান্ডবল (ঘ) ব্যাডমিন্টন ৭। পরশের প্রত্যাশিত খেলাটির কলাকৌশল হলো - (র) বল ধরা (রর) বল পাস দেওয়া (ররর) গোলপোস্টে বল ছোড়া নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৮। হকি খেলায় কোনটি থাকেনা ? (ক) অবসাইড (খ) ফ্রি হিট (গ) পেনাল্টি কর্নার (ঘ) পেনাল্টি স্ট্রোক ৯। গোলক নিক্ষেপে নিক্ষেপকারীর একটি সুযোগ নষ্ট হয়- (র) স্টপ বোর্ডের উপরিভাগ স্পর্শ করলে (রর) ৬০সেকেন্ডের মধ্যে নিক্ষেপ না করলে (ররর) গোলকটি সেক্টর লাইনের দাগ স্পর্শ করলে নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১০। সাঁতার শেখা উচিৎ কারণ এটি- (র) স্বাস্থ্য ঠিক রাখে (রর) জীবন রক্ষা করে (ররর) অর্থ উপার্জন হয় নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর মোশারফ একজন ভালো সাঁতারু।দেহটাকে উপুর করে পানির সাথে সমান্তরাল রেখে সে সাঁতার কাটতে খুব পছন্দ করে।এ ধরণের সাঁতারের জন্য হাতটাকে খাড়াভাবে সোজা সামনের দিকে নিয়ে যায়। উদ্দীপকের আলোকে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও। ১১। মোশারফ কোন প্রকারের সাঁতার কাটে ? (ক) বুক সাঁতার (খ) মুক্ত সাঁতার (গ) চিৎ সাঁতার (ঘ)প্রজাপতি সাঁতার ১২। এই সাঁতারের নিয়ম হলো- (র) আরম্ভ ব্লকে উঠে শুরু করতে হবে (রর) লেন পরিবর্তন করা যাবে না (ররর) সমাপ্তি যে কোন অবস্থায় করা যাবে নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৩। গোলকে শটপুট সার্কেলের কোণ কত হবে ? (ক) ৩৪.৯২ ডিগ্রী (খ) ৩৫.৯২ ডিগ্রী (গ) ৩৬.৯৬ ডিগ্রী (ঘ) ৩৭.৯৮ ডিগ্রী ১৪। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা অর্জন করে- (র) শারীরিক গুনাবলী (রর) মানসিক গুনাবলী (ররর) সামাজিক গুনাবলী নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৫। হকেট কোন ভাষার শব্দ ? (ক) ইংরেজি (খ) তুর্কি (গ) ফরাসি (ঘ) পর্তুগীজ। ১৬। সুইমিং শব্দটি এসেছে- (ক) সুইমিন (খ) সুইমন (গ) সিমিং (ঘ) সুইয়িং ১৭। নাভি থেকে গলা পর্যন্ত অংশকে কী বলে ? (ক) বেইজ (খ) র্টসো (গ) নেক (ঘ) নিউরন ১৮। চাকতি নিক্ষেপে অকৃতকার্য হতে পারে- (র) বৃত্তের ভেতর থেকে নিক্ষেপ না করলে (রর) লোহার পাতের উপরের অংশ স্পর্শ করলে (ররর) সেক্টর লাইনের বাহিরে পড়লে নিচের কোনটি সঠিক ? (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর অভি একজন ভালো হকি খেলোয়াড়।তার এই ভালো খেলার মূলমন্ত্র হলো সে খেলার কলাকৌশল অনেক ভালো জানে। কীভাবে বল আয়ত্বে আনতে হবে, কীভাবে বলসহ সামনে এগিয়ে যেতে হবে ইত্যাদি বিষয়ে রয়েছে অনেক জ্ঞান।উদ্দীপকের আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও। ১৯। বলসহ সামনে এগিয়ে যাওয়কে কী বলে ? (ক) ড্রিলিং (খ) পসিং (গ) পুস (ঘ) স্কুপ ২০। হকি খেলার মৌলিক কলাকৌশলের আওতাভুক্ত - (র) ফ্লিক (রর) স্কুপ (ররর) ড্রিলিং নিচের কোনটি সঠিক ? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর উত্তর ঃ ১ (গ) ২ (ক) ৩ (ঘ) ৪ (ক) ৫ (ঘ) ৬ (গ) ৭ (ঘ) ৮ (ক) ৯ (ঘ) ১০ (ক) ১১ (খ) ১২ (ঘ) ১৩ (ক) ১৪(ঘ) ১৫ (গ) ১৬ (ক) ১৭ (খ) ১৮ (ঘ) ১৯ (ক) ২০ (ঘ) সুধীর বরন মাঝি, শিক্ষক, ডক্টর মালিকা কলেজ ,৭/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯, মোবাইল- ০১৯১২-২৯৫০৮৫
×