ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএসইর সার্বিক সূচকে নতুন ১৩ কোম্পানি

প্রকাশিত: ০৫:৪৩, ১৮ জানুয়ারি ২০১৬

ডিএসইর সার্বিক সূচকে  নতুন ১৩ কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্সে নতুন করে ১৩ কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। আর এই সূচকে থাকার শর্ত পালনে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছে ২৪ কোম্পানি। ডিএসই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএসইএক্স ও ডিএসই-৩০ এ যে পরিবর্তন আনা হয়েছে তা ২৪ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ডিএসই। নতুন অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সিএ্যান্ডএ টেক্সটাইল, কেডিএস এক্সেসরিজ, আমান ফিড, রেকিট বেনকিজার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, জাহিন স্পিনিং, হামিদ ফেব্রিকস, ন্যাশনাল ফিড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, নর্দার্ন জুট ও স্টান্ডার্ড সিরামিকস। তালিকা থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলোÑ ফাইন ফুডস, তাকাফুল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, রিল্যায়েন্স ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস, বেক্সিমকো সিনথেটিক্স, নিটল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স। প্রতিদিনের গড় লেনদেনের শর্ত পরিপালনে ব্যর্থ হওয়ায় ডিএসই প্রধান মূল্যসূচক থেকে এসব কোম্পানি বাদ পড়েছে। আর অন্তর্ভুক্ত হওয়ার অন্যতম কারণ হলো নতুন কোম্পানি। অর্ধবার্ষিক পুনঃসংস্কারে ডিএসই-৩০ সূচকে ৪ কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। কোম্পানিগুলো হলো সিটি ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি, এমজেএল বাংলাদেশ লিমিটেড ও বাটা সু। ডিএসই-৩০ থেকে বাদ পড়েছে ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলোÑ স্কয়ার টেক্সটাইল, ন্যাশনাল ব্যাংক, পদ্মা অয়েল কোম্পানি ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
×