ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্প উন্নয়নে জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ

প্রকাশিত: ০৫:৪১, ১৮ জানুয়ারি ২০১৬

শিল্প উন্নয়নে জাতীয়  পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা উন্নয়ন-ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নের জন্য একটি শক্তিশালী জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য দক্ষতা বৃদ্ধি করতে পাঁচ দিনব্যাপী পরিসংখ্যান/তথ্য ব্যবস্থাপনা হাতিয়ার : এসপিএসএস বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে। এসএমই ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইনস্পায়ার্ড বাংলাদেশের কমপোনেন্ট ১ ও ২ বি প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় এবং এসএমই ফাউন্ডেশন হতে যৌথভাবে ৩০ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক কে এম মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক সুশেন চন্দ্র দাস এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম।
×