ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

থু থু পরীক্ষায় ধর্ষণের তারিখ

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ জানুয়ারি ২০১৬

থু থু পরীক্ষায় ধর্ষণের তারিখ

মুখের সামান্য থু থু পরীক্ষার মাধ্যমে যদি ধর্ষণের তারিখ ও আলামত বোঝা যায় তাহলে কেমন হয়? শুধু তাই নয়, একই পরীক্ষার মাধ্যমে যদি মাদক পরীক্ষা করা যায়? এসবের এক কথায় উত্তর আসবে বিষয়টি ‘অসাধারণ’ হবে। হ্যাঁ, এক ব্রিটিশ বিজ্ঞানী এমনই এক ওষুধ আবিষ্কার করেছেন যা নিমিষেই বলে দেবে ধর্ষণের তারিখ। আবার একই পরীক্ষায় বেরিয়ে আসবে রোগীর গ্রহণ করা মাদকটি আসল না নকল। ব্রিটেনের লাভবরো বিশ্ববিদ্যালয়ের গবেষক পল টমাস এই ওষুধ আবিষ্কার করেছেন। হাসপাতালে ভর্তি হওয়া ধর্ষণের রোগীকে শীঘ্রই এই ওষুধের সাহায্যে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন এই গবেষক। একই বিশ্ববিদ্যালয়ের অপর এক গবেষক পল টমাসের এই আবিষ্কারকে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বলে আখ্যা দিয়েছেন। নিউজবিটকে পল টমাস বলেন, একই পরীক্ষার মাধ্যমে ধর্ষিতার লালার মধ্যে মাদক ও কোন বিষাক্ত পদার্থ আছে কি-না তাও বেরিয়ে আসবে। তিনি মনে করছেন, এই পরীক্ষা বিশ্বব্যাপী খুব শীঘ্রই ছড়িয়ে পড়বে। তবে ধর্ষণের অল্প সময়ের মধ্যে রোগীকে এই ওষুধ প্রয়োগ করা হলে নিখুঁত ফল পাওয়া যাবে।
×