ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগুন দিয়ে পেটে ছ্যাঁকা

বরিশালে মাদ্রাসা ছাত্রের ওপর সুপারের অমানুষিক নির্যাতন

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ জানুয়ারি ২০১৬

বরিশালে মাদ্রাসা ছাত্রের ওপর সুপারের অমানুষিক নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গোসল না করে মাদ্রাসায় আসার অপরাধে ঠা-া পানিতে দাঁড় করিয়ে রাখার পর চুলার জ্বলন্ত আগুনে ছ্যাঁকা দিয়ে পুড়ে দগ্ধ করেছে মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র মাহিম হাওলাদারকে। জীবন মৃত্যুর যন্ত্রণায় মাহিম এখন শেবাচিম হাসপাতালের বেডে কাতরাচ্ছে। ঘটনাটি ঘটেছে জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চরসেলিমপুর ফজলুল উলুম সেরাতুল কুরআন মাদ্রাসায়। রবিবার সকালে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী শিশু মাহিমের পিতা গৌরনদী উপজেলার সাকোকাঠী গ্রামের নূর আলম হাওলাদার জানান, তার ছয় বছর বয়সের পুত্র ও শিশু শ্রেণীর ছাত্র মাহিমকে সম্প্রতি ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। সেখানকার ছাত্রবাসে অন্যান্য ছাত্রদের সঙ্গে মাহিম থাকত। ঘটনার দিন (বুধবার) গোসল না করে মাদ্রাসায় যাওয়ার অপরাধে মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আল-আমিন ক্ষিপ্ত হয়ে ক্লাসরুমে বসে মাহিমের গলা চেপে ধরে। একপর্যায়ে শিশু মাহিম ক্লাসরুমের মধ্যেই পায়খানা করে দেয়। এতে সুপার আরও ক্ষিপ্ত হয়ে মাহিমকে মাদ্রাসার পুকুরে নামিয়ে গলা অবধি পানির মধ্যে দাঁড় করিয়ে রাখে। মাহিম শীতে কাঁপতে থাকলে সুপার মাহিমকে পুকুর থেকে তুলে হাত-পা ধরে মাদ্রাসার রান্নাঘরের জ্বলন্ত চুলায় আগুনের ছ্যাঁকা দেয়। এতে মাহিমের পেটের একটি অংশ পুড়ে দগ্ধ হয়। নূর আলম আরও অভিযোগ করেন, বিষয়টি কাউকে না বলার জন্য সুপার অন্য ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন করে। অতিগোপনে ওই সুপার শিশু মাহিমকে গৌরনদী হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে তিনি (নূর আলম) হাসপাতালে ছুটে আসলে সুপার আল-আমিন শিশু মাহিমকে ফেলে রেখে আত্মগোপন করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মাহিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য সুপার স্থানীয় একটি প্রভাবশালী মহলের যোগসাজশে মাহিমের পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে বলেও মাহিমের পিতা নূর আলম হাওলাদার উল্লেখ করেন। এ ব্যাপারে অভিযুক্ত মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আল-আমিনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
×