ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে অস্ত্র তৈরির কারখানার সন্ধান ॥ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৭, ১৮ জানুয়ারি ২০১৬

ময়মনসিংহে অস্ত্র তৈরির কারখানার সন্ধান ॥ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের বিসিক শিল্প নগরী এলাকার একটি আবাসিক বাসায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে বলে দাবি জেলা গোয়েন্দা পুলিশের। রবিবার ভোরের এক অভিযানে বিদেশী পিস্তল, গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দৈনিক জাহানের ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম (৩৫) ও সহযোগী রাসেলকে (৩০) গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানায় পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে রবিবার ভোরে শহরের মাসকান্দা বিসিক শিল্প নগরীর দৈনিক জাহান পত্রিকার মালিক ও সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিনের আবাসিক বাসায় এই অভিযান চালানো হয়। বিসিক শিল্প নগরীর ভেতরের একই প্লটে দৈনিক জাহানের কার্যালয় ও সম্পাদকের আবাসিক বাসভবন। বাসার দুতলায় সম্পাদক বসবাস করেন। এর নিচতলায় থাকেন সম্পাদকের পুত্র ও দৈনিক জাহানের ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম। পুলিশ জানায়, অভিযানকালে দৈনিক জাহানের ব্যবস্থাপনা সম্পাদকের কক্ষে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পান তারা। অভিযানে ২টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, পুলিশ হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান নাদিম মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আগ্নেয়াস্ত্র বেচা-বিক্রির সঙ্গে জড়িত কয়েকজনের নাম পরিচয়ও পুলিশের কাছে প্রকাশ করেছেন নাদিম। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন জানান, নাদিমের নামে থানায় কোন মামলা আছে কী-না তার জানা নেই। সোমবার নাদিমকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি। এদিকে দৈনিক জাহান সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন জনকণ্ঠকে জানান, তাঁর পরিবার ষড়যন্ত্রের শিকার। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সংবাদপত্র জগতের পথিকৃৎ ও বহুল প্রচারিত দৈনিক জাহানের প্রয়াত সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান শেখের সুনাম ও মর্যাদা ক্ষুণœ করতে মহল বিশেষের ষড়যন্ত্র ছাড়া এটি আর কিছুই নয় বলে দাবি অধ্যাপিকা রেবেকার। তিনি বলেন, রবিবার ভোরে পুলিশী অভিযানের সময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও পরে পুলিশের প্রেস বিফ্রিংয়ের সময় আগ্নেয়াস্ত্র পাওয়ার খবরে দৈনিক জাহান পরিবার বিস্মিত। উচ্চ পর্যায়ে কমিটি করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন দৈনিক জাহান সম্পাদক
×