ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোকেন মামলা

আমদানিকারক প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিন দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৩৭, ১৮ জানুয়ারি ২০১৬

 আমদানিকারক প্রতিষ্ঠানের  চেয়ারম্যান  তিন দিনের  রিমান্ডে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সানফ্লাওয়ার অয়েল ঘোষণায় আমদানি করা তরল কোকেন আটকের মামলায় আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স খান জাহান আলী গ্রুপের চেয়ারম্যান নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলীর আদালত রবিবার এ রিমান্ড মঞ্জুর করেন। মামলা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, নুর মোহাম্মদকে গত শুক্রবার গ্রেফতার করে র‌্যাবের একটি দল। সেদিনই তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়। একই দিনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্ত কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী। রবিবার শুনানি শেষে বিচারক তদন্ত কর্মকর্তার আবেদন বিবেচনা করে রিমান্ড মঞ্জুর ও সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরে সানফ্লাওয়ার অয়েল ঘোষণায় দক্ষিণ আমেরিকার বলিভিয়া থেকে চালানটি এসেছিল। ক্রুড অয়েলের সঙ্গে তরল কোকেন এসেছে এমন তথ্যের ভিত্তিতে গত বছরের ৬ জুন রাতে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা চালানের কন্টেনারটি সিলগালা করে দেন। ৮ জুন খোলা হয় সেই কন্টেনার। ভেতর থেকে বের করা হয় ১০৭টি ড্রাম, যার প্রতিটিতে ১৮৫ কেজি করে সানফ্লাওয়ার অয়েল পাওয়া যায়। বন্দরে প্রাথমিকভাবে তেলের নমুনা পরীক্ষায় কোকেনের আলামত পাওয়া না গেলেও এর নমুনা পাঠানো হয় ঢাকায় উন্নত ল্যাবে। সেখানে পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব মেলে।
×