ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শারীরিক প্রতিবন্ধী কিশোরী মোহনার চিকিৎসায় সহায়তা দিন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৩২, ১৮ জানুয়ারি ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ শারীরিক প্রতিবন্ধী কিশোরী মোহনার (১৬) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জন্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। তার ডান হাত পুরোপুরি অবশ এবং দু’পা অচল। সে কথা বলে অস্পষ্ট এবং হাঁটতেও পারে না। দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসা দেয়া হলে মোহনাকে সুস্থ করে তোলা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু মোহনার বিধবা মায়ের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। রাজধানীর পুরানা ঢাকার ফরিদাবাদের ২০ নং হরিচরণ রায় রোডের একটি ছোট্ট ভাড়া বাসায় মোহনাসহ তিন মেয়েকে নিয়ে থাকেন মা শিরিন। বোরকা তৈরির দোকানে কাজ করে তিনি অনেক কষ্টে সংসার চালান। টাকার অভাবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মোহনাকে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, প্রতিবন্ধী মোহনার চিকিৎসার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার মা শিরিন। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন মোহনার মা শিরিনের এই মোবাইল নম্বরে-০১৯৮৯০৬০০৫৪। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×