ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়ারীর জাপা নেতা হিমুর লাশ রূপনগর থেকে উদ্ধার

প্রকাশিত: ০৫:২৯, ১৮ জানুয়ারি ২০১৬

ওয়ারীর জাপা নেতা হিমুর লাশ রূপনগর থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রূপনগরে জাতীয় পার্টি নেতা হিমুর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি চালিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত সৈয়দ মিজানুর রহমান হিমু (৩৫) জাপার ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি ছিলেন। রূপনগর থানার ওসি (তদন্ত) মতলুবুর রহমান রবিবার সকাল নয়টার দিকে রূপনগরের বকুলতলা বেড়িবাঁধের পাশে ইস্টার্ন হাউজিংয়ের কে-ব্লকের এন ১ নম্বর রোডের পশ্চিম পাশের তিন রাস্তার মুখে ত্রিমোহনার একটি খালি প্লট থেকে হিমুর লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর আগে তার মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে অচেতন করা হয়। ওসি জানান, হিমুর বাসা পুরান ঢাকার ওয়ারী এলাকায়। তাকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা রূপনগরের এই নির্জন স্থানে খালি প্লটে লাশ ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার এসআই আব্দুল মান্নান হাওলাদার জানান, দুপুরে হিমুর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিকেল পাঁচটার দিকে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগ সূত্র জানায়, ময়নাতদন্তের সময় তার মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করা হয়। গলায় আঘাতের চিহ্ন ছিল। এতে বোঝা যায়, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত হিমুর বড় ভাই সৈয়দ হাবিবুর রহমান জানান, এটি সরাসরি হত্যাকা-। হিমুকে হত্যা করা হয়েছে। আর এ হত্যাকা- ঘটিয়েছেন হিমুর দ্বিতীয় স্ত্রীর বাবা আলতাফ হোসেন। তিনি জানান, হিমুর প্রথম স্ত্রীর নাম লাবণ্য। সেই ঘরে তাদের এক ছেলে রয়েছে। ছয় মাস আগে হিমুর সঙ্গে লাবণ্যের ডিভোর্স হয়। তিনি জানান, লাবণ্যর সঙ্গে বিয়ে হওয়ার কয়েক বছর আগে থেকেই মলি নামে একটি মেয়ের পরিচয় ছিল হিমুর। চার মাস আগে হিমু মলিকে বিয়ে করেন। হাবিবুর রহমান জানান, এর আগে মলির সঙ্গে হিমুর পরিচয় থাকাকালে মলির বাবা আলতাফ হোসেন হিমুর বিরুদ্ধে ওয়ারী থানায় একটি নারী নির্যাতন মামলা করেন। ওই মামলায় হিমু একমাস জেলও খাটেন। পরে হিমু জেল থেকে বের হয়ে তার নামে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন (নম্বর- ২৯৫)। তিনি জানান, কিছুদিন আগে হিমুর দ্বিতীয় স্ত্রী মলি তার আগের ঘরের দুই সন্তানকে নিয়ে আমেরিকায় চলে যান।
×