ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউপি নির্বাচনের তফসিল বিধিমালা চূড়ান্ত

প্রকাশিত: ০৮:৪০, ১৭ জানুয়ারি ২০১৬

ইউপি নির্বাচনের তফসিল বিধিমালা চূড়ান্ত

স্টাফ রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সংশোধিত বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আজ রবিবার খসড়া বিধিমালা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে। দলীয়ভিত্তিতে নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিধিমালায় সংশোধনী এনে গত বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে ইসি। এছাড়াও ইউপি নির্বাচনের জন্য কমিশনে আচরণবিধির খসড়া প্রস্তুতের কাজ চলছে। এ সপ্তাহের মধ্যেই আচরণবিধি খসড়াও চূড়ান্ত করে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। ইসি জানিয়েছে, সংশোধিত বিধিমালায় প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া, দলীয় ব্যয়, দলের ব্যয় রিটার্ন দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল, প্রতীক বরাদ্দসহ প্রয়োজনীয় সংশোধনী এনে নির্বাচন বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। ইসি জানিয়েছে, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা নির্ভর করে বিধিমালা চূড়ান্ত অনুমোদনের পর। আইন মন্ত্রণালয় থেকে অনুমোদন দিলেই তা গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর ইসি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচনের দিনক্ষণের বিষয়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মার্চের শেষ সপ্তাহে প্রথম দফায় ৬শ’ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এজন্য মধ্য ফেব্রুয়ারি নাগাদ এসব ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে কমিশন থেকে আভাস দেয়া হয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।
×