ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা মেডিক্যালের সামনে লাশ ফেলে এ্যাম্বুলেন্স চালকের পলায়ন

প্রকাশিত: ০৮:৪০, ১৭ জানুয়ারি ২০১৬

ঢাকা মেডিক্যালের সামনে লাশ ফেলে এ্যাম্বুলেন্স চালকের পলায়ন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে অজ্ঞাত এক যুবকের লাশ ফেলে পালিয়েছে এক এ্যাম্বুলেন্স চালক। উত্তরা ও বাড্ডা এলাকায় ছিনতাইকারীরা এক ব্যবসায়ীসহ দু’জনকে ছুরিকাঘাত করে সিএনজি ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। পৃথক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিন সর্বস্ব খুইয়েছেন। পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে। শনিবার দুপুরে ঢাকা মেডিক্যালের টিকেট কাউন্টারের সামনে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ ফেলে পালিয়ে যায় এক এ্যাম্বুলেন্স চালক। পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, শনিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে যুবকটির লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। এ্যাম্বুলেন্স চালক জরুরী বিভাগ থেকে টিকেট সংগ্রহ করেন। পরে লাশটি কাউন্টারের সামনে ফেলে রেখে পালিয়ে যান। তিনি জানান, ওই যুবকের পরনে ফুলহাতা চেক শার্ট আর নীল রঙের ফুলপ্যান্ট ছিল। এছাড়া নিহত যুবকের মাথা ও বাঁম পায়ে সাদা গজ দিয়ে ব্যান্ডেজ করা রয়েছে। পরে পুলিশ ওই যুবকের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। সেন্টু দাশ জানান, লাশের পাশে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একটি টিকেট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে আরটিএ। মানে সড়ক দুর্ঘটনা।
×