ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কবি রফিক আজাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত

প্রকাশিত: ০৭:৫৬, ১৭ জানুয়ারি ২০১৬

কবি রফিক আজাদের  শারীরিক অবস্থা  অপরিবর্তিত

স্টাফ রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কবি রফিক আজাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিএসএমএমইউতে ভর্তি হওয়া কবিকে ৭২ ঘণ্টা পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। রফিক আজাদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজ শনিবার বলেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না। এ সময়ের মধ্যে যদি খিঁচুনি না ওঠে তাহলে মস্তিষ্কে রক্তক্ষরণ রোধ করা সম্ভব হবে। তিনি দেশবাসীর কাছে তার স্বামীর জন্য দোয়া কামনা করেন। দিলারা হাফিজ জানান, কবি রফিক আজাদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। সম্প্রতি হৃদযন্ত্রেও সমস্যা দেখা দিয়েছে। সেজন্য তাঁকে সব বিভাগের চিকিৎসকরাই দেখছেন। শনিবার রফিক আজাদকে দেখতে হাসপাতালে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং কবির পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে প্রথমে বারডেম হাসপাতাল ও পরে ধানম-ির আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরবর্তীতে শুক্রবার দুপুরে তাঁকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।
×