ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২৫, ১৭ জানুয়ারি ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২১. ‘রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে’ এই চরণটি ‘প্রার্থী’ কবিতায় ব্যবহৃত হয়েছে- ক) একবার খ) দুই বার গ) তিন বার ঘ) চার বার ২২. সৌন্দর্যপ্রিয় মানুষ শিকাগুলোতে নানা নকশা জুড়ে দিয়ে তাকেও একটি- র. গৃহস্থালি বস্তুতে পরিণত করেছে রর. শিল্পবস্তুতে পরিণত করেছে ররর. শৈল্পিক পণ্যে পরিণত করেছে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ২৩. আলো নিয়ে কে এসে গেট বন্ধ করে দিতে চাইল? ক) বামুনঠাকুর খ) চাকর গ) মালী ঘ) মালিনী ২৪. অদ্ভুত লোকগুলোর হ্যাটের রং কী ছিল? ক) বেগুনি খ) নীল গ) কালো ঘ) লাল ২৫. সূর্যের উত্তাপে আমাদের কী পুড়বে? ক) জড়তা খ) দীনতা গ) কুঁড়ে ঘর ঘ) এক টুকরো কাপড় ২৬. বাংলাদেশকে কবি কিসের সাথে তুলনা করেছেন? ক) সোনা খ) রূপা গ) তামা ঘ) হীরা ২৭. রাজকুমার টমের বাবার কাছে নিজেকে কী বলে পরিচয় দিল? ক) প্রিন্স অব ওয়াশিংটন খ) প্রিন্স অব ব্রালস গ) প্রিন্স অব ওয়েলেস ঘ) প্রিন্স অব ওয়েলিংটন ২৮. ‘প্রশমিতে’ শব্দের অর্থ কোনটি? ক) প্রশান্ত করতে খ) নিশ্চল করতে গ) নিবারণ করতে ঘ) প্রহার করতে ২৯. ‘একুশের গান’ কবিতায় ব্যবহৃত কয়েকটি উপমা হচ্ছে- র. নাগিনীরা রর. খুন-রাঙা ররর. না, না, না, না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩০. লরেঞ্জো ছিল অ্যান্টনিওর- ক) বন্ধু খ) বন্ধুপুত্র গ) পুত্র ঘ) পুত্রের বন্ধু ৩১. ধানের খড়ের স্তূপকে কি বলা হয়? ক) বিচুলিগাদা খ) বিচুলিগাদা গ) খড়গম্বুজ ঘ) খড়কুটো ৩২. “কশোরীর ঘুঙুর রহিবে লাল পায়?।” এখানে ‘ঘুঙুর’ বলতে বোঝানো হয়েছে- র. নূপুরকে রর. কানের অলংকারকে ররর. পায়ের অলংকারকে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৩৩. ‘নাগিনী’ শব্দের অর্থ- ক) নগরী খ) সাপ গ) নতুন ঘ) শৃগাল ৩৪. অ্যাসেম্বলি বন্ধ করে দেয়ায় জনগণ রাস্তায় নামল- র. স্বতঃস্ফূর্তভাবে রর. বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ররর. নিতান্ত অনিচ্ছায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩৫. অতি কষ্টে শান্তি রক্ষা করল কে? ক) রিপের মেয়েটি খ) বিশিষ্ট লোকটি গ) প্রতিবেশী বৃদ্ধটি ঘ) অদ্ভুত লোকটি ৩৬. কোন কবিতা প্রকাশের পর নজরুলের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে? ক) বিদ্রোহী খ) সংকল্প গ) কুলি-মজুর ঘ) ছাত্রদলের গান ৩৭. ‘দুই বিঘা জমি’ কবিতায় বিভিন্ন জনের বক্তব্য বিষয়ে উপেনের যে পরিচয় পাওয়া যায়- র. সাধু মানুষ রর. দরিদ্র কৃষক ররর. সাধুবেশী চোর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮. গ্রাম বাংলায় নববর্ষে নানা খেলাধুলার মধ্যে মোরগ লড়াই কোথায় হতো? ক) নড়াইলে খ) ব্রাহ্মণবাড়িয়ায় গ) মানিকগঞ্জে ঘ) কিশোরগঞ্জে সঠিক উত্তর ২১. (খ) ২২. (গ) ২৩. (খ) ২৪. (ঘ) ২৫. (ক) ২৬. (ক) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (খ) ৩১. (খ) ৩২. (ঘ) ৩৩. (খ) ৩৪. (ক) ৩৫. (খ) ৩৬. (ক) ৩৭. (ঘ) ৩৮. (খ)
×