ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধূলা

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:২৪, ১৭ জানুয়ারি ২০১৬

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

সুধীর বরণ মাঝি, শিক্ষক হাইমচর মহাবিদ্যালয়, হাইমচর-চাঁদপুর, ফোন ০১৭৯৪৭৭৭৫৩৫ ............................................. ১। সন্ধিচ্যুতির লক্ষণ কী? (ক) সন্ধিস্থান থেকে রক্ত বের হওয়া (খ) সন্ধিস্থান ফুলে যাওয়া (গ) সন্ধিস্থান নড়াচড়া করা (ঘ) হাড়ভাঙ্গা ২। লিগামেন্ট,টেনডন ও মেমব্রোন দ¦ারা বেষ্টিত থাকে কী? (ক) ফুসফুস (খ) হৃৎপিন্ড (গ) মাংসপেশী (ঘ) জয়েন্ট ৩। উচ্চতার টাই কোনটি? (ক) লং জাম্প (খ) পোলভল্ট (গ) জ্যাভলিন থ্রো (ঘ) চাকতি নিক্ষেপ ৪। আধুনিক সাঁতার কারা প্রথম শুরু করে? (ক) ভারতীয়রা (খ) ইংরেজরা (গ) বাঙ্গালিরা (ঘ) জাপানিরা ৫। দৌড় শুরু এবং শেষ রেখার রং কী? (ক) সাদা (খ) লাল (গ) সবুজ (ঘ) হলুদ ৬। প্রাথমিক প্রতিবিধান করতে প্রয়োজন হয়- (র) জীবাণুমুক্ত তুলা (রর) লিউকোপ্লাস্টার (ররর) প্যাড,ফ্লাট প্যাড ও রিং (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৭। রিলে দৌড় এর জন্য প্রযোজ্য হবে কোনটি? (ক) ব্যাটুনের ওজন হবে১৫০গ্রাম (খ) ব্যাটুন হাতে দৌড়াতে হবে (গ) ব্যাটুন বদলের জায়গা ১০ মিটার (ঘ) খালি হাতে দৌড়াতে হবে ৮। নিচের কোন খেলায় লবি ব্যবহৃত হয়? (ক) কাবাডি (খ) হকি (গ) বাস্কেট বল (ঘ) স্প্রিন্টার ৯। কোন খেলায়,খেলোয়াড়দের ৬জন ঘড়ির কাটার মত রোটেশন করে? (ক) হ্যান্ডবল (খ) হকি (গ) বাস্কেট বল (ঘ) ভলিবল ১০। কোন খেলাকে রাজার খেলা বলা হয়? (ক) ক্রিকেট (খ) দাবা (গ) ফুটবল (ঘ) টেনিস ১১। স্বাস্থ্যরক্ষার বিষয়টি কিসের সাথে সম্পর্কিত? (ক) ব্যক্তিগত স্বাস্থ্য (খ) দৈহিক ও মানসিক স্বাস্থ্য (গ) দৈহিক স্বাস্থ্য (ঘ) মানসিক স্বাস্থ্য ১২। মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কখন? (ক) ৬-৮বছর বয়সের মধ্যে (খ) ৮-১৩ বছর বয়সের মধ্যে (গ) ১৩-১৫ বছর বয়সের মধ্যে ঘ) ১৫-১৮ বছর বয়সের মধ্যে ১৩। প্রজনন স্বাস্থ্যের বড় ঝুঁকি হচ্ছে- (ক) অপ্রাপ্ত বয়সে বিয়ে হওয়া ও সন্তান ধারণ(খ) অপরিষ্কার থাকা (গ) অপুষ্টিতে ভোগা (ঘ) টিকা না দেওয়া ১৪। কৈশোরকালের পর ছেলেমেয়েদের বয়সের কোন পর্যায় শুরু হয়? (ক) বয়ঃসন্ধিকাল (খ) বাল্যকাল (গ) যৌবনকাল (ঘ) শৈশবকাল ১৫। যৌন রোগ একটি- ক) সংক্রামিত রোগ (খ) ছোঁয়াছে রোগ (গ) পানিবাহিত রোগ (ঘ) ব্যাকটেরিয়া জনিত রোগ ১৬। সারা বিশ্বে ১ডিসেম্বর কী দিবস হিসেবে পালন করা হয়? (ক) ভালোবাসা দিবস (খ) মে দিবস (গ) নারী দিবস (ঘ) এইডস দিবস ১৭। ছাত্রদের কাছে কারা আদর্শ স্বরূপ? (ক) পিতামাতা (খ) শিক্ষকরা (গ) বন্ধুরা (ঘ) প্রতিবেশিরা ১৮। এইডস কী? (ক) ব্যক্তিগত স্বাস্থ্য (খ) সংক্রামকরোগ (গ) পানিবাহিত রোগ (ঘ) মানসিক রোগ ১৯। এইডস সংক্রামণের জন্য ঝুঁকিপূর্ণ কারা? (ক) অল্পবয়সী ছেলেমেয়েরা (খ) অল্পবয়সী ছেলেরা (গ) অল্পবয়সী মেয়েরা (ঘ) বৃদ্ধরা ২০। নিচের কোনটি কোয়াশিয়রকর রোগের লক্ষণ? (ক) শরীরে পানি আসা (খ) শরীর ফুলে যাওয়া (গ) শিশুর শরীর নিস্তেজ হয়ে পড়া (ঘ) সবগুলো নিচের অনুচ্ছেদটি পড় এবং২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাওঃ পাবেল ও প্রিয়া ভাই বোন। মা প্রতিবেলা খাবারের সময় ছেলেকে মাছের বড় অংশটুকু দিয়ে থাকেন আর মেয়েকে অবশিষ্ট অংশ দেন। একদিন বাবা বিষয়টি লক্ষ করে বললেন, বয়ঃসন্ধিকালে ছেলেমেয়ে দুজনেরই সমান পুষ্টিগুণসম্পন্ন খাবার প্রয়োজন। ২১। বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলোর মধ্যে প্রথম চোখে পড়ে- (ক) মানসিক পরিবর্তন (খ) শারীরিক পরিবর্তন (গ) আচরণগত পরিবর্তন (ঘ) প্রচুর পড়াশুনা করে ২২। প্রজননতন্ত্রের বিভিন্ন রোগের মধ্যে রয়েছে- (র) যৌনরোগ (রর) প্রজনন অংশের ক্যান্সার (ররর) এইডস নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২৩। জীবন ও জীবিত প্রাণীর বিজ্ঞান কোনটি?- (ক) প্রাণিবিজ্ঞান (খ) জীববিজ্ঞান (গ) শারীরিকবিজ্ঞান (ঘ) সামাজিকবিজ্ঞান ২৪। শারীরিক সক্ষমতা অর্জনের কৌশল কোনটি? (ক) সুস্বাস্থ্য (খ) সুন্দর মন (গ) দৈহিক শক্তি (ঘ) মাংসপেশি ২৫। জীবনের শেষ ধাপ কোনটি? (ক) শৈশব (খ) কৈশোর (গ) যৌবন (ঘ) প্রৌঢ়ত্ব ২৬। অবসাদ কী? (ক) কর্মক্ষমতা বৃদ্ধি (খ) কর্মক্ষমতা হ্রাস (গ) মানসিক উদাসিনতা (ঘ) খেলাধুলা ২৭। রক্তের চাপ রেড়ে গেলে কী হয়? (ক) অতিরিক্ত শর্করা নিঃসৃত হয় (খ) আমিষ নিঃসৃত হয় (গ) অতিরিক্ত ভিটামিন নিঃসৃত হয় (ঘ) ¯েœহ নিঃসৃত হয় ২৮। নৈতিক চরিত্র গঠনের উপযুক্ত ক্ষেত্র কোনটি? (ক) ক্লাব (খ) বিদ্যালয় (গ) কলেজ (ঘ) হাসপাতাল ২৯। রোগের প্রধান কারণ কী? (ক) ভাইরাস (খ) জীবানু (গ) ব্যাকটেরিয়া (ঘ) শারীরিক অসুস্থতা ৩০। জন্ডিস কী ধরনের রোগ? (ক) ছোঁয়াছে (খ) পানিবাহিত (গ) বায়ুবাহিত (ঘ) সংক্্রামক ৩১। স্বাস্থ্যরক্ষা বলতে কী বোঝায়? (ক) শরীরের গঠন ও স্বাভাবিক বৃদ্ধি (খ) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি (গ) শারীরিক সুস্থতা (ঘ) সুস্থ ও সবল দেহ ৩২। শিশুর খাদ্যে আমিষের পরিমান কম হলে মাংসপেশির কী পরিবর্তন হয়? (ক) ক্ষয় হয় (খ) শক্ত হয়ে যায় (গ) ফ্যাকাসে হয়ে যায় (ঘ) ফুলে যায় ৩৩। রক্ত তৈরিতে সাহায্য করে কোন খাদ্য? (ক) ডাল (খ) ফল (গ) চাল (ঘ) আয়োডিনযুক্ত লবন ৩৪। জীবকে জীবননীশক্তি প্রদান করে কোনটি ? (ক) খাদ্য (খ) পুষ্টি (গ) পানি (ঘ) ভিটামিন ৩৫। খাদ্যে বিষক্রিয়ার সৃষ্টির কারণ কোনটি? (ক) ভাইরাস (খ) টক্সিন (গ) ছত্রাক (ঘ) জীবানু উত্তর ১। (খ) ২। (ঘ) ৩। (খ) ৪। (খ) ৫। (ক) ৬। (খ) ৭। (খ) ৮। (ক) ৯। (ঘ) ১০। (ক) ১১। (খ) ১২। (খ) ১৩। (ক) ১৪। (গ) ১৫। (ক) ১৬। (ঘ) ১৭। (খ) ১৮। (খ) ১৯। (ক) ২০। (ঘ) ২১। (খ) ২২। (ঘ) ২৩। (খ) ২৪। (ক) ২৫। (ঘ) ২৬। (খ) ২৭। (ক) ২৮। (খ) ২৯। (খ) ৩০। (খ) ৩১। (ক) ৩২। (ক) ৩৩। (খ) ৩৪। (ক) ৩৫। (খ)
×