ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ‘মেঘবালিকার কথা’ নাটক মঞ্চস্থ

প্রকাশিত: ০৭:১৮, ১৭ জানুয়ারি ২০১৬

নেত্রকোনায় ‘মেঘবালিকার কথা’ নাটক মঞ্চস্থ

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৬৪ জেলায় ‘মূল্যবোধের নাটক নির্মাণ’ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘মেঘবালিকার কথা’ নাটক মঞ্চস্থ হয়। স্থানীয় পাবলিক হলে আয়োজিত এ নাট্যানুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অধ্যাপক আনন জামান, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আফম রফিকুল ইসলাম আপেল, নাট্যকার আহমেদ আলী সিদ্দিকী প্রমুখ। অবক্ষয়গ্রস্ত সমাজের একজন নির্যাতিত নারীর আত্মকাহিনীর ওপর ভিত্তি করে আহমেদ আলী সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় মেঘবালিকা নাটকে অভিনয় করেন আল আমিন, গৌরী সরকার, ডিএইচ রনি, নভেল, আব্দুল হক, রতন শর্মা, বাবুল মিয়া, আবু সুফিয়ান, খায়রুল আলম খান, ওয়াজেদ আলী, খোকন মিয়া, রবিন মিয়া ও আফরিন আক্তার লিজা। বিপুলসংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।
×