ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন

প্রকাশিত: ০৭:১৭, ১৭ জানুয়ারি ২০১৬

বরিশালে আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশালের শব্দাবলী স্টুডিও থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘নিয়মিত নাট্যচর্চার রূপালি কথন, পেশাদারিত্বের খোঁজে পঁচিশ বছর’ সেøাগানে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শব্দাবলী প্রাঙ্গণ থেকে সাংস্কৃতিক ও নাট্যকর্মীদের অংশগ্রহণে একটি র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হয়। সেখানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন করেন দেশ বরেণ্য নাট্য ব্যক্তিত্ব বিশ্বনাট্য সংস্থা (আইটিআই) বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। অনুষ্ঠানে পঁচিশ বছর পূর্তি উদযাপন পরিষদের চেয়ারম্যান সংস্কৃতিজন সাহান আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা, নৃত্য ও বরিশাল শিশু থিয়েটারের প্রয়োজনায় নাটক ‘অতপর হাট্টিমা হাট্টিমা টিম’ মঞ্চস্থ হয়। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এ উৎসবে ভারতের দুটি নাট্য সংগঠনের ৩টি নাটক এবং ঢাকাসহ এদেশের বিভিন্ন বিভাগের ৮টি নাটক প্রদর্শনী হবে। এছাড়াও স্থানীয় ৩টি দলের নাটকসহ উৎসবে মোট ১৪টি নাটক মঞ্চায়ন হবে। দেশ ও বিদেশের যেসব সংগঠন তাদের নাটক নিয়ে উৎসবে যোগ দিচ্ছে সেসব দলগুলো হচ্ছে, ঢাকার লোকনাট্য দল, প্রাচ্যনাট, জেন্টেলম্যান প্যান্টোমাইম, কোলকাতার দ্য আর্ট এ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার বাংলা থিয়েটার, কোলকাতার অল্টারনেটিভ লিভিং থিয়েটার, ঢাকার শব্দনাট্য চর্চা কেন্দ্র, যশোরের বিবর্তন, ঢাকার নাট্যধারা, বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটার ও পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটার। ১৫ জানুয়ারি উদ্বোধন হলেও মূল নাট্য উৎসব শুরু হয়েছে শনিবার থেকে। শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চ ও অশ্বিনী কুমার হল মঞ্চে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চায়ন হবে।
×