ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার প্রতিবাদ

প্রকাশিত: ০৭:১৭, ১৭ জানুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাসভবনে হামলার প্রতিবাদ জানিয়েছে দেশের সঙ্গীতশিল্পীসহ বিশিষ্টজন। সম্প্রতি যৌথ এক বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান। বিবৃতিতে জনানো হয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি মাদ্রাসার ছাত্ররা যে তা-ব চালিয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সুরস্রষ্টা ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাসভবন। ধ্বংস হয়েছে তাঁর ব্যবহৃত অমূল্য বাদ্যযন্ত্রসহ অন্যান্য সামগ্রী এবং ১৯৫৬ সাল থেকে প্রতিষ্ঠিত সঙ্গীত চর্চাকেন্দ্র। এ ধরনের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। সংস্কৃতি চর্চার সঙ্গে ধর্মের নেই কোন বিরোধ। সুতরাং আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে, একজন মাদ্রাসা ছাত্রের মৃত্যু সংবাদকে পুঁজি করে এদেশের সংস্কৃতিবিনাসী শক্তি উপমহাদেশের উচ্চাঙ্গসঙ্গীতের কিংবদন্তি সুরসাধককে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইতিপূর্বে পবিত্র ধর্মের উগ্র ব্যাখ্যাদানকারী গোষ্ঠী রাজধানীসহ সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃশংস হামলা চালিয়েছে। তাই, আমাদের ধারণা এ ধরনের অঘটনের ধারাবাহিকতায় এই অপকর্মটি সাধিত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আমাদের প্রত্যাশা দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ বাংলাদেশে সংস্কৃতিচর্চার বিকাশে অগ্রসর হয়ে এই অপশক্তিকে রুখে দাঁড়াবে। বিবৃতি প্রদানকারীরা হলেন- ড. সন্জীদা খাতুন, আ.ব.ম নুরুল আনোয়ার, সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন, সুজেয় শ্যাম, সুধীন দাশ, ডা. সারওয়ার আলী, সুলতানা কামাল, চন্দনা মজুমদার, খায়রুল আনাম শাকিল, পাপিয়া সারোয়ার, ইউসুফ খান, সাজেদ আকবর, অসিত দে, তপন মাহমুদ, লিলি ইসলাম, ইফ্ফাত আরা দেওয়ান, সালমা আকবর, শাহীন সামাদ, ফরিদা পারভীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, রেজোয়ান আলী, ফিরোজ খান, মিতা হক, বুলবুল ইসলাম, শাহাদাত হোসেন খান, সেলিনা মালেক চৌধুরী, লাইসা আহমদ লিসা ও নাদিরা বেগম।
×