ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবি বন্দে আলী মিয়ার ১১০তম জন্মবার্ষিকীতে আয়োজন

প্রকাশিত: ০৭:১৬, ১৭ জানুয়ারি ২০১৬

কবি বন্দে আলী মিয়ার ১১০তম জন্মবার্ষিকীতে আয়োজন

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ দেশের খ্যাতনামা শিশু সাহিত্যিক বন্দে আলী মিয়ার ১১০তম জন্মবার্ষিকী আজ। দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে কবি বন্দে আলী স্মৃতি সংসদ। পাবনা শহরের রাধানগরে ১৯০৬ সালে আজকের দিনে কবি বন্দে আলীর জন্ম। তার পিতার নাম উমেদ আলী। বন্দে আলী ১৯১৩ সালে রাধানগর মজুমদার একাডেমি থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর টাঙ্গাইলের করটিয়া সাদাত কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন। এ সময় প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ ইব্রাহিম খাঁর সাহচর্য লাভ করেন। নানা প্রতিকূলতায় তার ইন্টারমিডিয়েট পড়া হয়নি। অতঃপর অধ্যক্ষ ইব্রাহিম খাঁর সহায়তায় বন্দে আলী মিয়া কলকাতায় আর্ট একাডেমিতে ভর্তি হন। সেখানে আর্টের উপর ডিগ্রী নেন। বন্দে আলীর সাহিত্যকর্মের মধ্যে আগে পড়ি থেকে শুরু“ করে বাংলা উপন্যাস, শিশু সাহিত্য, নাটক, ছোট গল্প, জীবন কথাসহ প্রকাশিত বই সংখ্যা ২ শতাধিক। গানের জগতেও ছিল তার সরব পদচারণা। তিনি অসংখ্যা গান লিখেছেন। তার গানের বই ‘কলগীতি’। ভারতীয় প্রখ্যাত শিল্পীর কণ্ঠে কবির লেখা অসংখ্য গানের ডিস্ক রেকর্ড সংরক্ষিত আছে। কবি বন্দে আলী ১৯৬২ সালে শিশু সাহিত্যে অবদান রাখায় বাংলা একাডেমি পুরস্কার পান। ১৯৬৫ সালে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি প্রেসিডেন্ট পদক লাভ করেন।
×