ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জঙ্গী মোকাবেলায় নতুন কোর্স

প্রকাশিত: ০৭:১০, ১৭ জানুয়ারি ২০১৬

জঙ্গী মোকাবেলায় নতুন কোর্স

সন্ত্রাস শেখানোর স্কুল খুলেছে বিভিন্ন দেশের জঙ্গীরা। বিশ্বজুড়ে পালা দিয়ে বাড়ছে জঙ্গী হামলা। চাহিদা বাড়ছে সন্ত্রাস দমনে বিশেষজ্ঞদেরও। সেনা ও পুলিশবাহিনীতে কাজ না করলে জঙ্গী মোকাবেলার দক্ষতা অর্জন করতে পারবেন না। কিন্তু মনে এ্যাডভেঞ্চারের নেশা। হয়ত রয়েছে দেশসেবার মহান ব্রতও। তাহলে উপায়? সন্ত্রাস দমনে বিশেষজ্ঞ নিরাপত্তাকর্মীর যোগান দিতে তাই এবার এ বিষয়ে স্কুল চালু করছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। বছরের প্রথম দিন থেকে দেশে নতুন সন্ত্রাস দমন আইন চালু হয়েছে। সেই সুযোগেই এই ব্যতিক্রমী ভাবনা চীনা বিশ্ববিদ্যালয়ের। সন্ত্রাস দমনে স্নাতকোত্তর ও ডক্টরেট সার্টিফিকেট পাবেন শিক্ষার্থীরা। জানা গেছে, এই উদ্যোগ নিয়েছে উত্তর-পশ্চিম সানজি প্রদেশের সিয়ানের নর্থইস্ট ইউনিভার্সিটি অব পলিটিক্যাল সায়েন্স এ্যান্ড ল’। অবশ্য আইনের স্নাতকদেরই সন্ত্রাস দমনে থিওরি ও প্রাক্টিক্যাল ক্লাসের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্মকর্তা ঝাং জিনপিং। তিনি জানিয়েছেন, স্নাতক পর্যায়ে এই বিষয়ে ছাত্র ভর্তির কাজ শুরু হয়ে গেছে। তবে আগামী বসন্তের আগে পড়াশোনা শুরু হয়ে যাবে। তবে এই উদ্যোগ নতুন নয়, ২০১৪ সালে চীনেরই পিপলস পাবলিক সিকিউরিটি ইউনিভার্সিটি তাদের গণনিরাপত্তা ও অনুসন্ধান বিভাগকে সাজিয়ে-গুছিয়ে সন্ত্রাস দমন স্কুলে পরিণত করেছিল। ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট জঙ্গীদের নিয়ে সাম্প্রতিককালে চীনের নিরাপত্তাবাহিনী যথেষ্ট চিন্তিত। সন্ত্রাস দমনে আরও উন্নত প্রযুক্তি, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন চীনের নিরাপত্তাপ্রধান মেং জিয়ানহু। সূত্র : সংবাদ প্রতিদিন
×