ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে গুদাম কারখানা ও ১২ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ০৭:০১, ১৭ জানুয়ারি ২০১৬

গাজীপুরে গুদাম কারখানা ও ১২ দোকান পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৬ জানুয়ারি ॥ গাজীপুরে শনিবার ভোরে অগ্নিকা-ে ঝুটের গুদাম ও সুতা তৈরির একটি কারখানাসহ ১০-১২টি দোকান পুড়ে গেছে। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সেলিম মিয়া জানান, গাজীপুর মহানগরীর গাছার জয়বাংলা রোড এলাকায় শনিবার ভোর সাড়ে ৫টায় ওই ঝুটের গুদামে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশে থাকা সুতা তৈরির ছোট একটি কারখানা এবং আশপাশে ১০-১২টি দোকানে ছড়িয়ে পড়ে। সিলেটে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, বিয়ানীবাজারে একটি বিদ্যালয় ও বিশ্বনাথে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকা-ে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিয়ানীবাজারের প্রাচীনতম বিদ্যাপীঠ পঞ্চখ- হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয়ে শুক্রবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে অফিস কক্ষে থাকা মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। এ সময় দুর্বৃত্তরা স্কুলের ২টি ল্যাপটপ ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। বিশ্বনাথ উপজেলার ছহিফাগঞ্জ বাজারে অগ্নিকা-ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। শুক্রবার রাতে বাজারের আজাদ ভেরাইটিজ স্টোর এ্যান্ড বিজঘরে অগ্নিকা-ের এ ঘটনাটি ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত সাভারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ জানুয়ারি ॥ দাম্পত্য কলহের জের ধরে সাভারে মনি বেগম নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী হারুন মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শনিবার ভোরে সাভার মডেল থানাধীন সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কয়েকদিন আগে রংপুর জেলার পীরগাছা থানার দিলারপাড়া গ্রামের হারুন মিয়া ও মনি নামের এক দম্পতি দেওগাঁও এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের বাড়িতে একটি কক্ষ ভাড়া নেয়। হারুন মিয়া সাভারের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে গরুর দুধ বিক্রি করে থাকে। এ সময় এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। মনি বিষয়টি টের পেয়ে এর প্রতিবাদ করে। শুক্রবার সকালে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। শনিবার ভোরে ওই গৃহবধূর মৃতদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে স্বামী হারুন মিয়া। পুলিশ জানায়, এক শিশু পুত্র ও এক কন্যা সন্তানের জননী নিহত ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহৃ রয়েছে। ভালুকায় জমি দখলে বাধা বন কর্মকর্তাসহ আহত ৫ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৬ জানুয়ারি ॥ ভালুকা উপজেলার হবিরবাড়ি জীবনতলা গ্রামে বিদ্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে বনের জমি দখল করতে গেলে স্থানীয় বন বিভাগ এতে বাধা দেয়। এ সময় দখলকারীরা পিটিয়ে বন কর্মকর্তাসহ ৫ জনকে আহত করে। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, শনিবার দুপুরে উপজেলার হবিরবাড়ি মৌজার ২৮৬নং দাগে ৪১ দশমিক ৭৪ একর জমি বনের গেজেটভুক্ত। একটি বিদ্যালয় স্থাপনের জন্য শনিবার দুপুরে স্থানীয় ভূমিদস্যু রবিনের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী দল ওই জমিতে আদর্শ একাডেমি নামে একটি কিন্টারগার্টেনের সাইন বোর্ড ঝুলিয়ে দখলের চেষ্টা করে। খবর পেয়ে ভালুকা সহকারী বন সংরক্ষক ওয়াদু ভূইয়ার নেতৃত্বে বন বিভাগের একটি দল তাদের বাধা দেয়। বিদ্যুত লাইন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৬ জানুয়ারি ॥ ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রামে শনিবার বিকেলে পল্লী বিদ্যুতের ৬ কিমি বিদ্যুত সংযোগ লাইন উদ্বোধন করা হয়েছে। অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এমপি প্রধান অতিথি হিসেবে এ সংযোগ লাইনের উদ্বোধন করেন। এর ফলে বনগাঁও গ্রামের ১৩৫ পরিবার বিদ্যুত সুবিধা ভোগ করবে। এ সময় জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম ভূইয়া, রফিকুল ইসলাম পিন্টু। নবজাতকের যত্নে কর্মশালা নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৬ জানুয়ারি ॥ ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, নিরাপদ প্রসব ও নবজাতকের যতœ বিষয়ে জেলাপর্যায়ে সাংবাদিকদের অংশগ্রহণে জয়পুরহাটে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ যোবায়ের গালিব। আইইএম ইউনিট ও পরিবার পরিকল্পনা অধিদফতর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর রহিম।
×