ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাত্র ১১শ’ টাকার জন্য বন্ধু হত্যা

প্রকাশিত: ০৭:০০, ১৭ জানুয়ারি ২০১৬

মাত্র ১১শ’ টাকার জন্য বন্ধু হত্যা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৬ জানুয়ারি ॥ মাত্র ১১শ’ টাকার জন্য বন্ধু বাপ্পির হাতে খুন হলো শাহিন। দু’বন্ধুর বয়স ২৫-২৬ বছরের মধ্যে। এলাকার কিছু যুবক মিলে গঠন করে একটি সমিতি। নাম দেয়া হয় ‘প্রচেষ্টা’। এ সমিতির সদস্য দুই বন্ধুই। সমিতির পাওনা টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে তর্ক-বিতর্ক হয়। বৃহস্পতিবার রাতে কৌশলে বাড়িতে ডেকে এনে শাহিনকে ছুরিকাঘাত করে ও গলাকেটে হত্যা করে তার বন্ধু বাপ্পি। হত্যার পর শাহিনের মৃতদেহ নিজের ঘরের ভেতর লেপ-কাঁথা দিয়ে চাপা দিয়ে রাখা হয়। এদিকে শাহিনকে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। তারা সন্দেহ করে বাপ্পিকে। শুক্রবার সন্ধ্যার পর এলাকাবাসীর সহযোগিতায় বাপ্পিকে ধরে পুলিশে দেয়া হয়। পুলিশ বাপ্পিসহ ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। বাপ্পি পুলিশের কাছে হত্যাকা-ের কথা স্বীকার করে বলে, ‘আমাকে ফাঁসি দেন, আমি হত্যা করেছি।’ নরসিংদীতে স্কুল ছাত্রের গলাকাটা লাশ নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৬ জানুয়ারি ॥ তাপস কুমার বিশ্ব^াস (১৬) নামে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ। শনিবার দুপুরে রায়পুরা উপজেলার উওর বাখরনগর গ্রামের একটি কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে ওই গ্রামের জহুর লাল বিশ্বাসের পুত্র ও বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তাপস বিশ্বাসের মোবাইল ফোনে শুক্রবার সন্ধ্যায় কল আসার পর বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর শনিবার দুপুরে গ্রামের একটি কৃষি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। কুষ্টিয়ায় বিএনপির তদন্ত কমিটির ওপর হামলা ॥ আহত ৫ গণপদত্যাগ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৬ জানুয়ারি ॥ কুষ্টিয়ায় বিএনপি থেকে গণপদত্যাগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সোয়া ১১টার দিকে ভেড়ামারায়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত ১০ জানুয়ারি ভেড়ামারা উপজেলা বিএনপি ও যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠন থেকে দুই শতাধিক নেতাকর্মী পদত্যাগ করলে জেলা বিএনপি একটি তদন্ত কমিটি গঠন করে। জেলা বিএনপির যুগ্মসম্পাদক সাজেদুর রহমান বাবলুর নেতৃত্বে তদন্ত কমিটি শনিবার বেলা ১১টার দিকে মাইক্রোবাসযোগে তদন্ত করতে ভেড়ামারায় যান। কমিটি অভিযুক্ত সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলামের বাড়িতে গেলে পদত্যাগকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। হবিগঞ্জে তিন যুবক নিখোঁজ ॥ মুক্তিপণ দাবি নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৬ জানুয়ারি ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর বাইপাস সড়ক এলাকা থেকে তিন যুবককে অপহরণ করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। নিখোঁজ যুবকরা হলো, শহরের উমেদনগর গ্রামের আবিদুর রহমান (১৮), মাসুক মিয়া (১৯) ও আকিবুল (২০)। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা যায়, সদর উপজেলাধীন পৈল গ্রামে অনুষ্ঠিত মাছের মেলায় যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে ওই ৩ যুবক ব্যাটারি চালিত টমটমে রওয়ানা হন। একপর্যায়ে ওরা শহরের বাইপাস সড়কের কামড়াপুরে থেকে ব্যাটারি চালিত টমটমে ওঠে। তার পরপরই তারা নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে। এদিকে একই দিন বিকেল ৩টার দিকে সংশ্লিষ্ট পরিবারকে এক ব্যক্তি জানান, দ্রুত মোটা অঙ্কের টাকা মুক্তিপণ না দিলে হাত-পা ভেঙ্গে মেরে ফেলা হবে। প্রাইম ভার্সিটিতে বিশেষ সভা শুক্রবার প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সাধারণ সভা বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। সভায় ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আশরাফ আলী, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. এম. আবুল হোসেন শিকদার, ট্রেজারার নৃপেন মিত্র, সদস্যবৃন্দ মীর শাহাবুদ্দিন, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আশফাক ইউ. চৌধুরী, সাজ্জাতুজ জুম্মা, আনোয়ার কামাল পাশা, মিসেস আছিয়া জামান এবং মামুন সোবহান উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×