ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৬

প্রকাশিত: ০৭:০০, ১৭ জানুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষে তিন যাত্রী, খুলনা, দিনাজপুর ও বরিশালে একজন করে নিহত হয়েছেন। এছাড়া কক্সবাজারে ২০ যাত্রী আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টারদের। ময়মনসিংহ ॥ ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রমে শনিবার দুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা গেছে দুই মহিলাসহ বাসের ৩ যাত্রী। এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহতরা হলেন ফাতেমা বেগম (২২), শরিফুল ইসলাম (৩৫) এবং আরেক নারীর নাম জানা যায়নি। আহতদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি ময়মনসিংহ থেকে ভৈরব যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। খুলনা ॥ ফুলতলায় ট্রাক এবং থ্রি হুইলারের সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলতলা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পাঁচজনকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা থেকে নওয়াপাড়াগামী থ্রি হুইলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিস শেখ (৪০) নামের একজন নিহত হন। তিনি অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের আজগার আলীর ছেলে। দিনাজপুর ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে প্রকাশ, শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কৃষানবাজারে এক বাইসাইকেল আরোহী শহরে আসার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত বাইসাইকেল আরোহীর বয়স ৪৫ বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পূর্ব ধামসর এলাকায় শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। সে উপজেলার পূর্ব ধামসর গ্রামের মৃত আবুল হাওলাদারের স্ত্রী। কক্সবাজার ॥ চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। শনিবার সকালে উত্তর হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বানিয়াছড়া হাইওয়ে পুলিশ আহতদের চকরিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দিনাজপুরে সাত অপহরণকারী জেল হাজতে স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরামপুর উপজেলায় অপহৃত মাদ্রাসা ছাত্রী মরিয়ম আখতার ঘটনার বর্ণনা দিয়ে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের কাছে জবানবন্দী প্রদান করেছে। আটক ৭ অপহরণকারীকে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল বারীর খাস কামরায় অপহৃত মাদ্রাসা ছাত্রীর জবানবন্দী রেকর্ড করা হয়। অপহরনকারী হলো মাইক্রোবাসের চালক লিটন, ওমর ফারুক, নুরুন্নবী, রায়হান কবির, কৌশিক আলম ছোটন ও রাসেল মিয়া। দু’দিনে চসিকের ২৮ বিলবোর্ড উচ্ছেদ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জেলায় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করতে সিটি করপোরেশনের অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান চলছে। বৃহস্পতিবার অভিযান পরিচালনার পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে আরও ১৬টি বিলবোর্ড অপসারণ করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে শুক্রবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে সর্বমোট ২৮টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে করপোরেশন। চাঁদাবাজির প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৬ জানুয়ারি ॥ চাঁদা না দেয়া ও মেয়েদের হয়রানি করার প্রতিবাদ করায় মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের দুই ছাত্রকে কলেজ মাঠে মারধর করে গুরুতর আহত করেছে স্থানীয় বখাটেরা। এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবীতে শনিবার বেলা ১১ টায় ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে নাজিমউদ্দিন কলেজের আবাসিক ছাত্রদের কাছে চাঁদা চেয়ে আসছিল স্থানীয় বখাটে স্বাধীন, রাজ, ফাহাদ, সাব্বির, মবিন শরীফ। এছাড়া কলেজের মেয়েদের মাঝে মাঝেই উত্ত্যক্ত করত তারা।
×