ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৭, ১৭ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

ডাকাতি নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৬ জানুয়ারি ॥ আড়াইহাজারে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কারসহ চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অন্য বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়েছে। ডাকাতদলের হামলায় গৃহকর্তাসহ দু’জন আহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার রাত ১টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের হোগলাকান্দা গ্রামের আঃ মান্নানের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। অবহিতকরণ সভা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের বিশেষ প্রচার কার্যক্রমের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন কর হয়। পা বিচ্ছিন্ন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে এক ট্রেনযাত্রীর পা কাটা পড়েছে। শনিবার সকালে সৈয়দপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী আন্তঃনগর রূপসা ট্রেনটি সকাল ৭টা ৪৫ মিনিটে সৈয়দপুর স্টেশন ছেড়ে যায়। এ সময় চলন্ত ট্রেন ধরার জন্য দৌড়ে এসে সৈয়দপুর পৌর শহরের বাঁশবাড়ি এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মামুন (৩৫) ছুটে আসেন। তিনি ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান। ট্রেনের চাকায় তার ডান পা কেটে যায়। তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অস্ত্রসহ ছাত্র আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া উপজেলার বেলপুকুরে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ তিতাস (১৯) নামের এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বাসে তল্লাশির সময় তিতাসের কোমরে প্যান্টের ভেতরে দুটি বিস্তল গোঁজা ছিল বলে জানান পুঠিয়া থানার এসআই আসাদুজ্জামান আসাদ। তিনি জানান, আটক তিতাসের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামে। নুরশেদ আলীর ছেলে তিতাস শিবগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। বনদস্যু প্রধান গ্রেফতার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সুপদিয়া খাল এলাকা থেকে একটি দুই ব্যারেলের বিদেশী বন্দুকসহ বনদস্যু মঞ্জু বাহিনীর অন্যতম সদস্য মোস্তাক মল্লিককে (৪০) আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৩ রাউন্ড বন্দুকের গুলি, ভারতীয় ৫৯টি ৫০০ টাকার নোট, একটি মোবাইল ও আটটি সিম উদ্ধার করে র‌্যাব। আটক মোস্তাক মল্লিক বাগেরহাট জেলার রামপালের ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা। ট্রেনে কাটা পড়ে মৃত্যু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আমিন বাজার নামক এলাকায় ট্রেনে কাটা পড়ে রফিকুল ইসলাম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে পার্বতীপুর থেকে চিলমারী রমনাগামী ট্রেনটি চিলমারী যাওয়ার পথে আমিন বাজার এলাকায় আসলে বাড়ির পাশের রেল লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম আমিন বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, নিহত রফিকুল ইসলাম মানসিক রোগী। বাড়ির পাশের রেল লাইন পার হতে গেলে এ ঘটনা ঘটে। ফেন্সিডিল উদ্ধার স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ি উপজেলার কাশিপুর সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। কাশিপুর বিওপির হাবিলদার মোদাচ্ছের আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্যাসের দাবি স্টাফ রিপোর্টার, রংপুর ॥ আট জেলায় গ্যাস সরবরাহের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়ে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে। কর্মসূচী সফল করতে সকাল থেকেই মানুষ জমায়েত হয় নগরীর জিরো পয়েন্ট কাছারি বাজার এলাকায়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন ও সমাবেশ।
×