ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে ডায়রিয়ার প্রকোপ ॥ দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৭, ১৭ জানুয়ারি ২০১৬

সুন্দরগঞ্জে ডায়রিয়ার প্রকোপ ॥ দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৬ জানুয়ারি ॥ সুন্দরগঞ্জ উপজেলায় ডায়রিয়ার প্রকোপ মহামারী আকার ধারণ করায় আক্রান্ত ২ শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে ডায়রিয়ার প্রকোপ মহামারী আকারে দেখা দেয়ায় গত ৭ দিনে শতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ থেকে ১৬ জন করে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। শনিবার ভোরে এ রোগে আক্রান্ত হয়ে বেলকা গ্রামের রওশন আলীর মেয়ে রুবাইয়া (৩ মাস) ও পশ্চিম বাছহাটী গ্রামের সোনা মিয়ার ছেলে দুরন্ত (৯ মাস) মারা গেছে। এ ছাড়া অনেক রোগীকে স্থানীয় পল্লী চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুর রশিদ মৃধা জানান, অতিরিক্ত শীতজনিত কারণে এ রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তবে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রয়েছে। চিত্রাপারের মিনি সুন্দরবন রক্ষার উদ্যোগ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের চিতলমারীতে চিত্রা নদীর বিস্তীর্ণ চর ও আশপাশের এলাকায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবনের বিভিন্ন গাছপালা ও বনাঞ্চল রক্ষার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এলাকাবাসী এ বনকে ঘিরে দ্রুত পর্যাটন কেন্দ্র্র গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন। এটি বাস্তবায়নের জন্য স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন তারা। শনিবার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হারুনার রশিদ মজুমদার চিত্রা চরের এ বনাঞ্চল পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেন। এ বনকে রক্ষার জন্য তিনি নানা ধরনের উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি একটি ইকোপার্ক তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। শিক্ষিকাকে যৌন হয়রানি ॥ নোবিপ্রবি চার শিক্ষার্থী বহিষ্কার নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৬ জানুয়ারি ॥ নারী শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও তাদের ইভটিজিং করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছে, অর্থনীতি বিভাগের নবম ব্যাচের মোঃ মাহমুদুল হাসান ওরফে মামুন, এগ্রিকালচার বিভাগের দশম ব্যাচের খাইরুল বাশার বিপ্লব, এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগের দশম ব্যাচের শাহীন আলম স্বাধীন ও ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী সবুজ ইসলাম। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কয়েক নারী শিক্ষকের সঙ্গে বহিষ্কৃত শিক্ষার্থীরা অশালীন আচরণ ও তাদের ইভটিজিং করে। বিষয়টি শিক্ষকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে উপাচার্য তাৎক্ষণিক জরুরী সভা করে শিক্ষকদের অভিযোগের সত্যতা পেয়ে চার শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। একই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না এ মর্মে আগামী সাত দিনের মধ্যে ওই শিক্ষার্থীদের নোটিস করার জন্য প্রক্টরকে লিখিত নির্দেশ দেন তিনি। এমনকি এদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিলের জন্যও প্রক্টরকে নির্দেশ দেয়া হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
×