ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশ নিষ্ক্রিয়

গৃহ্বধূর স্তন কেটেও পার পেয়ে যাচ্ছে ডাক্তার

প্রকাশিত: ০৬:৫৭, ১৭ জানুয়ারি ২০১৬

গৃহ্বধূর স্তন কেটেও পার পেয়ে যাচ্ছে ডাক্তার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৬ জানুয়ারি ॥ ভুল চিকিৎসায় গৃহবধূর স্তন কেটে ফেলার অভিযোগে শেরপুরে দায়ের মামলার দু’সপ্তাহ পরও গ্রেফতার হয়নি সেই ২ চিকিৎসক। ৪ জানুয়ারি সোমবার শ্রীবরদী থানায় তাদের বিরুদ্ধে ওই মামলাটি রেকর্ড হয়। দুই চিকিৎসক হচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে কর্মরত ডা. শরীফুল ইসলাম শরীফ ও ময়মনসিংহের কুন্ডু প্যাথলজির মালিক অধ্যাপক ডা. কে.কে. কুন্ডু। অন্যদিকে ঘটনার বিষয়ে আপোস-রফা করতে প্রশাসনসহ স্থানীয় প্রভাবশালী মহল শুরু করেছে বিশেষ তৎপরতা। এতে দেখা দিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের ন্যায়বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার আশংকা। এদিকে মামলার বাদী সোলায়মান মিয়া শনিবার দুপুরে অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশে মামলা গ্রহণ করলেও ওই দুই চিকিৎসককে গ্রেফতারসহ তদন্ত কার্যক্রমে কোন তৎপরতা নেই পুলিশের। নেওয়া হয়নি ভিকটিমের জবানবন্দি। উল্টো প্রশাসনসহ স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনার বিষয়ে আপোষ-রফা করতে নানাভাবে চাপ সৃষ্টি করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, এমন চিকিৎসকদের ফাঁদে পড়ে ভোগান্তির শিকার হয়েও যদি বিচার না পাওয়া যায়, তবে মানুষ আইনের প্রতি আর শ্রদ্ধা রাখবে কিভাবে ? তিনি অবিলম্বে দুই চিকিৎসককে গ্রেফতারসহ তাদের উপযুক্ত শাস্তি দাবি করেন। শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলায় শীতার্তদের কম্বল বিতরণ করছে দুটি বেসরসকারি প্রতিষ্ঠান। শনিবার দুপুরে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল স্কুল ও কলেজ মাঠে সাড়ে ৭ শ’ দরিদ্র মানুষের হাতে নতুন শীতবস্ত্র তুলে দেয়া হয়। এই অনুষ্ঠানে অংশ নেন এ আমিনুর রশিদ, জাকারিয়া শহিদ প্রমুখ। কর্মকমিশন সচিবালয়ে ওয়ার্কশপ শুক্রবার আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ে সার্কভুক্ত আট দেশের পিএসসি/সিএসসি কর্মকর্তাদের সমন্বয়ে ‘চ্যালেঞ্জস ইন দি এক্সামিনেশন প্রোসেস ফর রিক্রুটমেন্ট অব সিভিল সার্ভেন্ট’ শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি, বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মকমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ। -বিজ্ঞপ্তি
×