ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজউকের পরিচ্ছন্নতা কর্মসূচী

প্রকাশিত: ০৬:৪৮, ১৭ জানুয়ারি ২০১৬

রাজউকের পরিচ্ছন্নতা কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবার মাঠে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শনিবার সংস্থাটির চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া এ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী ও উদ্বোধন করেন। রাজধানীর মালিবাগ রাজউক অফিসার্স কোয়ার্টার এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন তিনি। পরিচ্ছন্নতা কর্মসূচীতে রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষিত কর্মসূচীকে সমর্থন করে রাজউক এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, আমরা সবাই ঢাকা শহরকে ভালবাসি। আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাধীন ৬টি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা-’১৬ এর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী শনিবার সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এসব বিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চাকে প্রণোদনা দিতে এ বছর প্রথমবারের মতো আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ এ চারটি বয়স গ্রুপে মোট ১৯টি বিষয়ে প্রতিটি বিদ্যালয় থেকে একজন সেরা প্রতিযোগী অংশগ্রহণ করে। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৯৬ জন প্রতিযোগির মধ্য হতে প্রতিটি বিষয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ মনোনয়ন দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মিজানুর রহমান খান, এরিয়া কমান্ডার, সদর দফতর লজিস্টিক্স এরিয়া, ঢাকা সেনানিবাস। -আইএসপিআর
×