ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তরের সকল জলাশয় ১৫ দিনের মধ্যেই পরিষ্কার করা হবে ॥ সালেহ ভূঁইয়া

প্রকাশিত: ০৬:৪৮, ১৭ জানুয়ারি ২০১৬

ঢাকা উত্তরের সকল জলাশয় ১৫ দিনের মধ্যেই পরিষ্কার করা হবে ॥ সালেহ ভূঁইয়া

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার সকল জলাশয় আগামী ১৫ দিনের মধ্যেই পরিষ্কার করার ঘোষণা দিলেন সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. এএমএম সালেহ ভূঁইয়া। এ সকল জলাশয়ের সকল কচুরিপানা পরিষ্কার করে মশার আশ্রয়স্থল ধ্বংস করা হবে। শনিবার রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) আয়োজিত কনফারেন্স রুমে ‘অনুমোদনহীন বিষাক্ত মশার কয়েল: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি একথা জানান। তিনি বলেন, এলাকায় ২ হাজার ২৭৩ বিঘা জলাভূমি রয়েছে। এর মধ্যে এক হাজার বিঘাই অপরিষ্কার। যে কারণে এসব স্থানে মশা জন্মানোর সুযোগ পায়। ১৫ দিনের মধ্যে এসব এলাকায় কচুরিপানা অপসারণ করে পরিষ্কার করা হবে। কোন জলাশয়েই মশা জন্মানোর সুযোগ দেয়া হবে না। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আয়োজিত গোলটেবিল বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পত্রিকাটির সম্পাদক নঈম নিজাম।
×