ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লেকচার ফান্ডের প্রথম দিনে দর বেড়েছে ৪৯ শতাংশ

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ জানুয়ারি ২০১৬

লেকচার ফান্ডের প্রথম দিনে দর বেড়েছে ৪৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট লেনদেন শুরু হয়। উভয় স্টক এক্সচেঞ্জে ফান্ডটির লেনদেন কোড এসইএমএলএলইসিএমএফ। প্রথম দিনে ফান্ডটির ৪৯ শতাংশ দর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফান্ডটির প্রথম কার্যদিবসের লেনদেন পর্যবেক্ষণে দেখা গেছে, অভিহিত মূল্যের ওপর কেনাবেচা শুরু হলেও এক পর্যায়ে ফান্ডটির দর ১০ টাকার নিচে নেমে আসে। তবে কিছুক্ষণের মধ্যেই দর অভিহিত মূল্যের ওপর চলে যায়। বেলা ১টার পর দর বাড়তে থাকে। শেষ ৪৫ মিনিটের কেনাবেচায় ফান্ডটির দর ১১ থেকে ১৫ টাকার কাছাকাছি উঠে যায়। এদিন এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিটগুলোর সর্বনিম্ন দর ছিল ৯ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ১৪ টাকা ৯০ পয়সা। সর্বশেষ ১৪ টাকা ৯০ পয়সায় কেনাবেচা হলেও শেষ মুহূর্তের লেনদেন সমন্বয় শেষে ডিএসইতে ফান্ডটির সমাপনী দর দাঁড়ায় ১৩ টাকা ৬০ পয়সা। সারা দিনে ১৪৫ বারে ফান্ডটির ৭১ হাজার ইউনিট হাতবদল হয়। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অভিহিত মূল্যে একবারে এ ফান্ডের মাত্র ৫০০ ইউনিট কেনাবেচা হয়। ডিএসই সূত্রে জানা গেছে, সম্পদের বাজার মূল্য ও বিনিয়োগের ব্যয় উভয় হিসাবেই গত মঙ্গলবার ফান্ডের ইউনিট প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৩ পয়সা। নবেম্বরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অভিহিত মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২ কোটি ৫০ লাখ ইউনিট বিক্রি করে ফান্ডটি। বর্তমানে ফান্ডের আকার ৫০ কোটি টাকা, মোট ইউনিট সংখ্যা ৫ কোটি। প্রসপেক্টাস অনুসারে, উদ্যোক্তার হাতে ছিল ফান্ডের ৫০ লাখ ইউনিট। আইপিও-পূর্ববর্তী প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি হয় ২ কোটি ইউনিট। এর আগে গত ৭ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় ১০ বছর মেয়াদি মিউচুয়াল ফান্ডটির আইপিও অনুমোদন হয়। ফান্ডের উদ্যোক্তা লেকচার পাবলিকেশন্স লিমিটেড, সম্পদ ব্যবস্থাপক স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (এসইএমএল), ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) এবং কাস্টডিয়ান হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। আফতাব অটোর ইপিএস ৮০ পয়সা প্রথম প্রান্তিকে প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৭১ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ১২ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (সেপ্টেম্বর-নবেম্বর ২০১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। -অর্থনৈতিক রিপোর্টার সায়হাম টেক্সটাইলের বোনাস শেয়ার বিওতে জমা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলসের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হবে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজ রবিবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা হবে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×